তোমারা আমাদের গুম, হত্যা, গ্রেফতার, পুলিশ হয়রানি ও নির্যাতন করেছো, আর দেখ, আমরা মানুষের সেবায় নিয়োজিত আছি। বাংলাদেশ জামায়াত ইসলামী এমন একটি সংগঠন, যে সংগঠনের রয়েছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য হাসপাতাল, ব্যাংকিং সেবা, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সেবা কেন্দ্র। আমরা আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছি- এমন মন্তব্য করেন কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সোমপাড়া ইউনিয়ন জামায়াত ইসলামী কর্মী সম্মেলন ২৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে সোমপাড়া হাইস্কুল মাঠে ইউনিয়ন সহসভাপতি জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি আবদুর রহমান এর যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহ সেক্রেটারি নোয়াখালী জেলা মাওলানা দেলোয়ার হোসেন, শুরা কর্ম পরিষদের সদস্য নোয়াখালী জেলা মাওলানা সাইফুল্লাহ, কর্ম পরিষদের সদস্য এডভোকেট তাজুল ইসলাম, চাটখিল উপজেলার আমির মাওলানা মহিউদ্দিন হাসান, জেলা ছাত্র শিবিরের সভাপতি মশিউর রহমান ফাহাদ, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক ও উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর হোসেন রিয়াজ ও শ্রদ্ধা কল্যান ফেডারেশনের মাওলানা ইউসুফ আলী আসলাম।
সম্মেলন উপজেলা আমির মাওলানা মহিউদ্দিন হাসান উপস্থিত হাজার হাজার মানুষের মাঝে ২০২৫-২৬ সালের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন।
২ ঘন্টা ৪২ মিনিট আগে
২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮ ঘন্টা ৩ মিনিট আগে
৮ ঘন্টা ৩০ মিনিট আগে
৯ ঘন্টা ১১ মিনিট আগে
১০ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৩ ঘন্টা ৯ মিনিট আগে