নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফখরুল ইসলাম।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৪টায় চরপার্বতী কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হতদরিদ্র শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক মিলন মেম্বার। প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, চরপার্বতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাউছার আলম বাইতুল, কৃষক দলের সদস্য সচিব আবুল বাসার, এবং যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি ফখরুল ইসলাম প্রায় ৭০০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র পেয়ে এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগকে সাধুবাদ জানান।
৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
৮ ঘন্টা ৮ মিনিট আগে
১০ ঘন্টা ১৬ মিনিট আগে
১৩ ঘন্টা ১৮ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৪ ঘন্টা ২৬ মিনিট আগে
১৫ ঘন্টা ৫১ মিনিট আগে
১৮ ঘন্টা ২৩ মিনিট আগে