মধুপুরে অসহায় ও হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছেন রক্তের বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা শরীফ উদ্দিন পাঁচবিবি ছাত্রনেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মুছাপুরে ১৫০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ শ্রীমঙ্গলে ঈদ মিছিল অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফটিকছড়িবাসী ও বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। রায়পুরে শীর্ষ ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মানে ইফতার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক ঈদ বস্ত্র বিতরণ সম্পন্ন বাঘায় শিবির সেক্রেটারীকে মেরে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ সুধীজনের সম্মানার্থে ‘শিকড় ঝিনাইগাতী’র ইফতার ও দোয়া মাহফিল জামালপুরে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদ দেখা গেছে, ঈদ সোমবার ‘পীরগাছা সোসাইটির’ উদ্যোগে দুস্থদের মাঝে গরুর গোশত সহ ঈদ সামগ্রি বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ সম্পন্ন সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে মোংলায় ঈদ উদযাপন সৌদির সঙ্গে মিল রেখে ইসলামপুরের বিভিন্ন গ্রামে আজ ঈদ নন্দীগ্রামে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের যাকাতের টাকা বিতরণ নাগেশ্বরীর হাসনাবাদ ইউপিতে যুব সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শেষ মূহুর্তে ঘর মুখো মানুষের ভীর:দৌলতদিয়া লঞ্চঘাট

জেনে নিন মহিষের দুধে যত পুষ্টিগুণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-01-2025 07:43:38 am

আদর্শ খাবার দুধ। খাদ্য উপাদানের সবগুলো বৈশিষ্ট্য রয়েছে দুধে। গরু, ছাগল ও মহিষের দুধ খাওয়ার প্রচলন বেশি। তবে ছাগলের দুধের ঔষধি গুণাগুণ বেশি। পুষ্টিবিদরা বলছেন, ছাগলের দুধের ঔষধি গুণাগুণ বেশি থাকলেও পুষ্টিমানের বিচারে গরু, ছাগল ও মহিষের দুধ প্রায় একই।


বাংলাদেশের ভোলা জেলা মহিষের দুধের জন্য বিখ্যাত। এই জেলা থেকে মহিষের দুধ সংগ্রহ করে দেশের বিভিন্ন মিষ্টির দোকানে মহিষের দুধের বিশেষ দধি পাওয়া যায়। এটি দেশের মানুষের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে।


প্রিয় পাঠক, এই পর্বে মহিষের দুধের বিশেষ কিছু গুণাগুণ নিয়ে আলোচনা করা হয়েছে। চলুন দেখে নিই, কী আছে মহিষের দুধে-



◾পরিচয়:


হেলথ লাইন ও উইকিপিডিয়ার তথ্য বলছে, মোষ বা মহিষের ইংরেজি নাম Water buffalo। এটি মূলত গরুর নিকটতম একটি প্রজাতি। যা কালো চেহারার রোমন্থক প্রাণী। এই বিশাল বোভিডির উৎপত্তি মূলত দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীন এই অঞ্চলে। বর্তমানে এটি ইউরোপ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার কিছু দেশেও পাওয়া যায়। মহিষ বা মোষের দুধ Water buffalo Milk নামে পরিচিত। ঘি, দধি, পনিরসহ নানা মিষ্টি জাতীয় খাবার তৈরিতে মহিষের দুধ ব্যবহার হয়ে থাকে।



◾পুষ্টিগুণ:


জনপ্রিয় মার্কিন স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইন ও ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র খাদ্য ও পুষ্টিবিষয়ক নিবন্ধে পুষ্টিবিদরা বলছেন, মহিষের দুধ ও গরুর দুধের পুষ্টি উপাদান প্রায় একই। তবে কিছু কিছু ক্ষেত্রে মহিষের দুধ এগিয়ে রয়েছে।


এই দুধে রয়েছে প্রচুর প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, ভিটামিন এ, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যৌগ। এমনকি গরুর দুধের চেয়ে মহিষের দুধে স্বাস্থ্যকর ফ্যাটের পরিমাণও বেশি।



◾প্রতি ১০০ গ্রাম মহিষের দুধে রয়েছে-


জলীয় অংশ- ৮৩ শতাংশ,

ক্যালরি- ২৩৭ কিলোক্যালরি,

কার্বোহাইড্রেট- ১২ গ্রাম,

প্রোটিন- ৯ গ্রাম,

ফ্যাট- ১৭ গ্রাম,

ল্যাকটোজ- ১৩ গ্রাম এবং

ক্যালসিয়াম- দৈনিক চাহিদার ৩২ শতাংশ।



মহিষের দুধের স্বাস্থ্য উপকারিতা:


জনপ্রিয় মার্কিন স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইন ও উইকিপিডিয়ায় প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, মহিষের দুধ-


◾হৃদযন্ত্র ভালো রাখে: মহিষের দুধে কোলেস্টেরল কম থাকে, যা হৃদযন্ত্র ভালো রাখতে সহায়তা করে। এটি দেহের কার্ডিওভাসকুলার সিস্টেম উন্নত করে। মহিষের দুধে স্বাস্থ্যকর ফ্যাটের পরিমাণ বেশি হলেও তা হৃদরোগ নিরাময়ে বিশেষ ভূমিকা রাখে।


◾শারীরিক বৃদ্ধি ও মানসিক উন্নয়ন ঘটায়: গবেষণায় দেখা গেছে, মহিষের দুধে রয়েছে উচ্চমাত্রার প্রোটিন। যা শিশু এবং কিশোর -কিশোরীদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের শারীরিক বৃদ্ধি এবং মানসিক বিকাশে দারুণ ভাবে কার্যকরী। এটি মানবদেহের প্রয়োজনীয় প্রোটিন নিশ্চিত করে।



◾রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: ভিটামিন এ সমৃদ্ধ মহিষের দুধ মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বুস্টার হিসেবে কাজ করে। পুষ্টিবিদরা বলছেন, মহিষের দুধে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে বিপজ্জনক ফ্রি র‌্যাডিকেল এবং খারাপ টক্সিন থেকে মুক্ত রাখে। এই দুধে থাকা খনিজ উপাদান শ্বেত রক্তকণিকা তৈরির মাধ্যমে ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করে।


◾রক্ত সঞ্চালন উন্নত করে: আয়রনের ঘাটতি হলে রক্তশূন্যতা দেখা দেয়। কিন্তু মহিষের দুধ খেলে আয়রনের ঘাটতি পূরণ হয়। ফলে লোহিত রক্তকণিকা বৃদ্ধি পায়। এতে করে দেহের রক্ত সঞ্চালন ক্ষমতা বাড়তে থাকে। এ ছাড়া মহিষের দুধ দেহের নতুন কোষ এবং টিস্যুগুলির নিরাময় এবং বৃদ্ধি ত্বরান্বিত করে।


◾হাড় ও দাঁত মজবুত করে: মহিষের দুধে থাকা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান হাড়ের শক্তি বৃদ্ধি করে। এ ছাড়া এটি দাঁতের স্বাস্থ্য সুরক্ষায় দারুণ প্রভাব সৃষ্টি করে। নিয়মিত মহিষের দুধ পান করলে দাঁত ও হাড়ের স্বাস্থ্য উন্নত ও মজবুত হয়।



◾রক্তচাপ নিয়ন্ত্রণ করে: এই দুধে পটাসিয়াম থাকে, যা আপনার রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে। রক্তনালী এবং ধমনীর চাপ কমিয়ে মহিষের দুধ এথেরোস্ক্লেরোসিস এবং অন্যান্য করোনারি জটিলতা রোধ করতে পারে।


◾সতর্কতা:

পুষ্টিবিদরা বলছেন, মহিষের দুধে গরুর দুধের তুলনায় ফ্যাট বেশি থাকে। মনে রাখতে হবে, অতিরিক্ত দুগ্ধজাত ফ্যাট ওজন বৃদ্ধিতে সহায়তা করে। তাই, যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তারা এই দুধ পরিহার করুন।


তথ্যসূত্র: হেলথলাইন, উইকিপিডিয়া ও এনডিটিভি।

আরও খবর
67def5725c23d-220325113754.webp
পুরুষের ত্বকের যত্নে যা এড়িয়ে চলা উচিত

৮ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে


67da475d05823-190325102605.webp
ভয় নয়, প্রতিরোধ করুন সি.ও.পি.ডি

১২ দিন ৩ ঘন্টা ৫২ মিনিট আগে


deshchitro-67d66ad61c499-160325120822.webp
শিশুর জ্বর : করণীয় ও গুরুত্বপূর্ণ তথ্য

১৫ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে



deshchitro-67c1e406021af-280225102750.webp
রোজা রাখলে যেসব সাস্থ্য উপকারিতা হয়।

৩০ দিন ১৫ ঘন্টা ৫০ মিনিট আগে




67a039b68f46f-030225093622.webp
বয়স ২৫-এর পরই নারীদের যে ৫ ভিটামিন দরকার হয়

৫৬ দিন ১১ ঘন্টা ৪১ মিনিট আগে