নাগেশ্বরী উপজেলায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ।
কর্মশালায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং রাজনীতিবিদগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল তরুণ প্রজন্মের দৃষ্টিতে একটি উন্নত ও সম্ভাবনাময় বাংলাদেশের রূপরেখা উপস্থাপন করা। অংশগ্রহণকারীরা প্রত্যেকে তাদের ভাবনা লিখিত আকারে উপস্থাপন করেন। এতে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং তরুণদের জন্য কর্মসংস্থান বৃদ্ধির মতো বিষয়গুলো উঠে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মের চিন্তা ও মতামত গ্রহণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে আমরা এগিয়ে যেতে চাই। আপনাদের মতামত ভবিষ্যতে উন্নয়ন পরিকল্পনায় কাজে লাগবে।”কর্মশালাটি সবার মধ্যে ব্যাপক উৎসাহ জাগিয়ে তোলে এবং আগামীর উন্নত বাংলাদেশ গঠনে নতুন আশার সঞ্চার করে।
৫৪ মিনিট আগে
১ ঘন্টা ০ মিনিট আগে