বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলার সংস্কার কার্যক্রমকে গতিশীল করতে পাঁচটি কার্যকরী সেল গঠন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।
জেলা কমিটির আহবায়ক আরাফাত হোসাইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মুখপাত্র মোহিনী তাবাসসুম, মুখ্য সংগঠক আল শাহরিয়ার, সংগঠক হাসিবুল হাসান রুমন ও মুজাহিদুল ইসলাম। যুগ্ম আহ্বায়ক হিসেবে ছিলেন সোহেলী তামান্না, মো. মিজানুর রহমান, মইনুল ইসলাম ও মাসুম বিল্লাহ। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রেজওয়ান আহমেদ (পারভেজ) এবং ওমর তাসনিম রাহাত।
গঠিত পাঁচটি সেলের মধ্যে দপ্তর সেলের দায়িত্বে রয়েছেন মোজাহিদুর রহমান, আল আমিন, সোহেলী তামান্না, কাতিবুর রহমান ও মোমিনুর রহমান। কর্মসূচি ও বাস্তবায়ন সেল পরিচালনা করবেন দিপু, শোয়েব, মুজাহিদ, ইউসুফ আলী, কৃষ ও আপন।
প্রচার ও যোগাযোগ সেলের দায়িত্বপ্রাপ্তরা হলেন ওলিউল্লাহ, রাহাত, জালাল, শেখ আবির আহমেদ, মামুন হাওলাদার, তাজিম হোসেন ও সাবিতুর। সংস্কৃতি ও ক্রীড়া সেলের সদস্যরা হলেন শামিমা আক্তার, তিশা, রত্না, মেঘা, মাসুদ ও রুমান। স্বাস্থ্য ও চিকিৎসা সেলের দায়িত্বে রয়েছেন আফিয়া সুলতানা, সিমা খাতুন, মাহবুবুর রহমান, ইমরান বাশার ও শাহিনুর রহমান।
সভায় বক্তারা সমতাভিত্তিক সমাজ গঠনে ছাত্রসমাজের ভূমিকা, সাতক্ষীরার সংস্কার কার্যক্রম এবং সামাজিক উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। এসময় তারা সাতক্ষীরার সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের উন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার এবং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার পরিকল্পনাও তুলে ধরেন।
বক্তারা তরুণ সমাজকে উজ্জীবিত হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৩ ঘন্টা ২৫ মিনিট আগে
৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ ঘন্টা ৫১ মিনিট আগে
৪ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ ঘন্টা ২৮ মিনিট আগে
৫ ঘন্টা ৬ মিনিট আগে
৫ ঘন্টা ৮ মিনিট আগে