সাতক্ষীরার কালিগঞ্জে দুই সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ দুই সন্তানকে হত্যার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন রত্না পারভীন (২৬) নামে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ জানুয়ারী) বেলা দেড়টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে। রত্না পারভীন কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মাহমুদ হাসানের স্ত্রী।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন যাবত মাহমুদ হাসানের সাথে তার স্ত্রী রত্না পারভীনের কলহ চলছিল। বুধবার দুপুরের দিকে রত্না পারভীন তার ছেলের নামে পরিচালিত মাহির আবার নামক ফেসবুক আইডিতে ‘এতো কিছু করার কি দরকার ছিল আপনার বউ বাচ্চা নিয়ে থাকতে পারেননি থাকেন আপনার ছাবিনার নিয়ে আমার সংসার করতে দিলেন না’ স্ট্যাটাস দেন।
পরে তিনি বিষমিশ্রিত খাবার খাইয়ে দুই ছেলে আরিয়ান (৭) ও মাহির আবরার (১) কে হত্যা করে। এরপর তিনি আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেন। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা রত্না পারভীনকে চিকিৎসার জন্য দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান ও উপপরিদর্শক প্রদীপ সানা ঘটনাস্থলে গিয়েছেন।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান বলেন, কী কারণে এ হত্যার ঘটনা ঘটেছে সে ব্যাপারে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
৮ ঘন্টা ১ মিনিট আগে
৮ ঘন্টা ১২ মিনিট আগে
১০ ঘন্টা ২০ মিনিট আগে
১৩ ঘন্টা ২২ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৪ ঘন্টা ৩০ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৮ ঘন্টা ২৮ মিনিট আগে