রাজশাহীর গোদাগাড়ীতে মাটি খননের সময় একটি কালো পাথরের পুরনো মূর্তি পাওয়া গেছে। এই মূর্তি পুলিশ উদ্ধার করেছে। মূর্তির কিছুটা অংশ ভাঙা। এটি কষ্টি পাথরের মূর্তি কী না তা কেউ নিশ্চিত করতে পারেনি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চব্বিশনগর ছয়ঘাটি এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। মো. খোকন নামের এক ব্যক্তি তার বাড়ির শৌচাগার নির্মাণের জন্য মাটি খনন করতে গিয়ে মূর্তিটি পান। পরে জানাজানি হলে পুলিশ এসে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়। মূর্তিটি উচ্চতায় সাড়ে ৩. ফুট। ওজন ২৭ কেজি। এর একপাশ কিছুটা ভাঙা।
গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শহিদুল ইসলাম শহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয় লোকজন খবর দিলে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মূর্তিটি আদালতে পাঠানো হবে। তারপর আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
৮ ঘন্টা ০ মিনিট আগে
৮ ঘন্টা ১১ মিনিট আগে
১০ ঘন্টা ১৯ মিনিট আগে
১৩ ঘন্টা ২১ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৮ ঘন্টা ২৭ মিনিট আগে