চৌদ্দগ্রামে আবুল হাশেম জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ইফতার ও কোরআন উপহার প্রদান নাগরপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বেগমগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট শিক্ষাপ্রতিষ্ঠানে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী: জামায়াত আমির নন্দীগ্রামে ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার: প্রেস সচিব প্রশ্ন ফাঁসের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুবি শিক্ষক কাজী আনিছ নন্দীগ্রামে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুবিতে শাহবাগ ও পতিত স্বৈরাচারের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের ইফতার মাহফিল কুবি বিএনসিসি প্লাটুনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুবিতে মার্কেটিং বিভাগের ইফতার ও দোয়া মাহফিল সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবেঃ মোংলায় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকে দুই বাংলাদশী নাগরিককে হস্তান্তর শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত ঝিনাইদহে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

ভিওন বাংলাদেশ’ অনলাইন ব্যবসার ফাঁদে ফেলে গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উধাও তুহিন


‘ভিওন বাংলাদেশ’ নামক একটি অনলাইন ব্যবসায়ে সাতক্ষীরা শহরের প্রায় তিন শতাধিক মানুষ প্রতারিত হয়ে খুইয়েছেন কয়েক কোটি টাকা। প্রত্যেকে মোটা অংকের লাভের আশায় ২০ হাজার টাকা থেকে শুরু করে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করে সর্বশান্ত হয়েছেন। ভুক্তভোগী গ্রাহকদের সাথে কথা বলে জানা গেছে, ২০২৪ সালের নভেম্বর মাসের শেষের দিকে সাতক্ষীরা শহরের ইটাগাছা বসতিপাড়া (ভাগাড়) এলাকার আলী গাজীর ছেলে মোঃ তুহিন হাসান গাজী ও তার ছোট ভাই পলাশ হাসান গাজী মৌখিক ভাবে ‘ভিওন বাংলাদেশ’ নামের একটি অনলাইন ব্যবসার প্রচারণা শুরু করে গ্রাহক টানতে থাকে। মোটা অংকের লাভের প্রলোভন দেখিয়ে তারা ‘ভিওন বাংলাদেশ’ নামক অনলাইন ব্যবসায় ২০ হাজার থেকে শুরু করে বিভিন্ন অংকের টাকা বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করে গ্রাহকদের। প্রথম প্রথম লাভের অংশ লোভনীয় হওয়ায় অল্প কয়েকদিনের মধ্যেই গ্রাহক বাড়তে শুরু করে। ইতিমধ্যে চলতি জানুয়ারি মাসের ২৩ তারিখ পর্যন্ত সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকার তিন শতাধিক গ্রাহক ওই ‘ভিওন বাংলাদেশ’ নামের অনলাইন ব্যবসায় তাদের টাকা বিনিয়োগ করেন। বিনিয়োগকারী সদস্যদের নিয়ে টেলিগ্রাম গ্রুপ খুলে সেখানেই যাতবীয় তথ্য আদান প্রদান করা হত। সেই গ্রুপে তিনশত আঠাশ জন সদস্য অন্তর্ভুক্ত ছিলেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত সদস্যরা। এরপর জানুয়ারির ২৬ তারিখ থেকে ‘ভিওন বাংলাদেশ’ নামের ওই অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গ্রাহকরা প্রবেশ করতে না পেরে সিনিয়র এজেন্ট তুহিন হাসান গাজীসহ তার ছোট ভাই পলাশ হাসান গাজীকে খুঁজতে থাকে। মোবাইলে তাদের খোঁজ না পেয়ে বাড়িতে খোঁজ নিয়েও তাদের সন্ধান না পাওয়ায় গ্রাহকরা তখন বুঝতে পারেন প্রতারণার ফাঁদে পড়ে তাদের বিনিয়োগকৃত টাকা খুইয়েছেন। ভুক্তভোগী গ্রাহকরা জানান, তাদের কাছ থেকে ‘ভিওন বাংলাদেশ’ নামের ওই অনলাইন ব্যবসায়ের মাধ্যমে প্রতারণা করে ইটাগাছা এলাকার তুহিন হাসান গাজী ও তার ভাই পলাশ হাসান গাজী সাতক্ষীরা শহরের তিন শতাধিক গ্রাহকের থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। ভুক্তভোগী ইটাগাছা কুখরালী মোড়ের রোকেয়া মটরস এর স্বত্তাধিকারী আকরাম হোসেন জানান, ‘তুহিন ও পলাশের প্ররোচনায় তিনি ‘ভিওন বাংলাদেশ’ নামের অনলাইন ব্যবসায়ে ধাপে ধাপে ৬ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। প্রথম পর্যায়ে কিছু টাকা উত্তোলন করতে পারলেও পরে লাভের টাকাসহ প্রায় আট লক্ষাধিক টাকা খুইয়েছেন’। ইটাগাছা এলাকার শাকিল হোসেন জানান, ‘তিনিও তুহিন ও পলাশের প্ররোচনায় ‘ভিওন বাংলাদেশ’ নামের অনলাইন ব্যবসায়ে ধাপে ধাপে প্রায় এক লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন। শুক্র-শনিবার বাদে সপ্তাহের পাঁচ দিন উত্তোলনের সময় থাকায় সর্বশেষ ২৬ জানুয়ারি রবিবার টাকা উত্তোলন করার জন্য ওই ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন। পরে জানতে পারেন তুহিন গাজী ও তার ভাই পলাশ গাজীকে খুঁজে পাওয়া যাচ্ছে না’। অপর এক ভুক্তভোগী মোঃ সুমন হোসেন জানান, ‘তুহিন ও পলাশের প্ররোচনায় ভিওন বাংলাদেশ’ নামের অনলাইন ব্যবসার ওয়েবসাইটে বাংলালিংকের লোগো ব্যবহার করা হয়েছিলো। বলা হয়েছিলো এই প্রতিষ্ঠানের সাথে বাংলালিংক জড়িত। সুতরাং এই প্রতিষ্ঠান হারিয়ে যাবে না’। তিনি আরো জানান, ‘ভিওন বাংলাদেশ’ নামের অনলাইন ব্যবসায়ের ওয়েবসাইটে বর্তমান সরকারের ছাত্র উপদেষ্টাদের এবং কয়েকজন কেন্দ্রীয় সমন্বয়কের ছবি ব্যবহার করে তৎক্ষণাত মানুষের আস্থা অর্জন করে প্রতিষ্ঠানটি। আমি সেই বিশ্বাসেই এক লক্ষ টাকা বিনিয়োগ করে সর্বশান্ত হয়ে গেছি। এছাড়া খোঁজ নিয়ে প্রাথমিকভাবে জানা গেছে, এমএলএম সিস্টেমে ‘ভিওন বাংলাদেশ’ নামের অনলাইন ব্যবসার প্রতারণার ফাঁদে পড়ে শহরের পলাশপোল এলাকার বাসিন্দা সুমি খাতুন খুইয়েছেন এক লাখ পঁচাত্তর হাজার টাকা, ইটাগাছা এলাকার নয়ন হোসেন দুই লাখ, একই এলাকার আতিয়ার রহমান পঞ্চাশ হাজার, সুজন হোসেন দুই লাখ ও বাঁকাল এলাকার মোঃ জিল্লুর রহমান দশ লাখ টাকা খুইয়েছেন। এ ব্যাপারে তথ্য অনুসন্ধানকালে আরো জানা গেছে, অভিযুক্ত তুহিন ‘ভিওন বাংলাদেশ’ এর সাতক্ষীরার সিনিয়র এজেন্ট হিসেবে সকলের কাছে পরিচয় দিতেন। এছাড়া ওই প্রতিষ্ঠানের কেন্দ্রীয় অফিস হিসেবে ঢাকা গুলশানের একটি ঠিকানা তিনি ব্যবহার করতেন। এছাড়া তিনি শহরের কুখরালী মোড়ে সোহেলের মাইক্রো গ্যারেজে গ্রাহক অনসন্ধানের কাজ করতেন দাবি করে ভুক্তভোগী গ্রাহকরা অভিযোগ করে বলেন, গ্যারেজ মালিক সোহেল ওই চক্রের সাথে জড়িত আছে। তাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে মূল হোতাদের ধরা যাবে। তবে গ্যারেজ মালিক সোহেল তার বিরুদ্ধের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনিও এই ফাঁদে টাকা খুইয়ছেন।


Tag
আরও খবর