সাতক্ষীরায় বিএসটিআই অনুমোদিত লাইসেন্স না থাকায় দুই ড্রিংকিং ওয়াটার মালিককে জরিমানা খুবিতে প্রফেসর দীপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ পেলন ১৬ শিক্ষার্থী মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকা অতুলনীয় - চট্টগ্রাম সিটি মেয়র আ. লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ১৬টি টাওয়ারসহ পাইপ ধ্বংস, ১টি ট্রাক ও ২টি মাহিন্দ্র জব্দ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার কাইয়ুমের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, অভিযোগ পদবঞ্চিত নেতাদের কৃষ্ণনগরে কালিকাপুর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত নিয়মিত ক্রু মিটিং বাস্তবায়ন করায় পুরস্কার পেলেন বাকৃবির রোভার স্কাউট লিডার প্রথমবারের মতো ইন্টার্নশিপ পেল বাকৃবির মাৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আশাশুনিতে অঙ্কনের মাধ্যমে প্রতিবন্ধীদের সম্পদ ও ঝুঁকি চিহ্নিত করণ কর্মশালা পীরগাছায় ভাবীর হোটেলে ১৯৯টাকায় পাওয়া যাবে একটি মোটরসাইকেল ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির লালপুরে তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি ও মিথ্যা মামলার ভয়।। চট্টগ্রাম বে টার্মিনালে ২৫ হাজার মানুষের কর্মসংস্থান হবে -বিডা’র চেয়ারম্যান খাসিয়া হাওর সীমান্তে উত্তেজনা, মুখোমুখি বিএসএফ-বিজিবি ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প শেরপুরে বিআরটিএ অফিসে দুদকের অভিযান শ্রীমঙ্গলে গঠনতন্ত্র লঙ্ঘন-স্বৈরাচারীতার ৮ম বর্ষপূর্তি উপলক্ষে অধিকার বঞ্চিত সাধারণ ব্যবসায়ীদের মানববন্ধন বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের যুগপৎ আন্দোলন কয়রায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্যামনগরে জুটিন শীটের ঘর উদ্বোধন

উপকূলের শ্যামনগরে পরিবেশ বান্ধব  জুটিন শিটের বাসগৃহ নির্মান

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি:
ঃ উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউপির দাতিনাখালী গ্রামে দুর্যোগ সহিষ্ণু পাট দিয়ে তৈরী জুটিন শিটের পরীক্ষামুলক তিনটি বাসগৃহ নির্মান করা হয়েছে এবং দরিদ্র পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।

ঘরে বসবাসকারী অর্ধশতাধিক বয়স্ক হাসিনা বেগম,সত্তর বছর বয়স্ক আব্দুল হামিদ ও চল্লিশ বছর বয়সের শাহজাহান আলী বলেন পাট দ্বারা তৈরী জুটিনের ঘরে মাত্র কয়েক মাস বসবাস করছি। এই ঘরের বৈশিষ্ট্য হিসাবে তুলে ধরে বলেন টিন বা এডবেস্টার শিটের ঘরে যেমন গরমের সময়ে গরম বেশ অনুভূত হয় এ ঘরে গরমে কম গরম অনুভূত হয় এবং প্রচন্ড শীতে একটু কম শীত অনুভূত হয়। টিন ও এডবেস্টারের সামান্য কিছু ক্ষতিকর দিক থাকলেও এটির ক্ষতিকর কিছু আছে বলে মনে হয়না। তাছাড়া এটি পরিবেশ বান্ধব ঘর। জুটিনে মরিচা বা জং ধরার কোন রুপ আশংকা নাই। এটি শুধু ঘরের ছাউনির কাজে নয় ঘরের বেড়া বা জানালা তৈরীতেও ব্যবহার করা হয় বা হয়েছে। লবনাক্ত এলাকায় ছাউনিটি টেকসই বলে তারা মনে করছেন।

সরজমিনে দেখা যায় তিনটি ঘরের তিনটি মডেল তৈরী করা হয়েছে। মাটি থেকে প্রায় ৩ থেকে ৪ ফিট উঁচু করে পাকা ভিত করে ঘরের ভিতর মেঝে সহ বারান্দা পাকা করা হয়েছে। একটি ঘরে কয়েকফিট উঁচু করে ইট দিয়ে ওয়াল তৈরী করে জুটিন দিয়ে ডিজাইন করে বেড়া করা হয়েছে। আর দুটি ঘরে ভিতের উপর থেকে বেড়া, জুটিন দিয়ে ছাউনি সবটাই করা হয়েছে। একটি ঘরে প্রতিবন্ধীদের উঠানামার সুবিধার্তে র‌্যাম সিঁড়ি করা হয়েছে। দুটি ঘরের সিঁড়িতে রেলিং দেওয়া হয়েছে। সব বাস গৃহের সাথে জুটিন শিটের তৈরী ওয়াশ রুম,¯œানাগার দুই কক্ষ বিশিষ্ট তৈরী করা হয়েছে। একই সাথে সুপেয় পানির ব্যবস্থার জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম তৈরীতে এক হাজার লিটার ড্রাম স্থাপন করা হয়েছে জুটিনের ছাউনিতে। প্রত্যেকটি ঘরে সোলার স্থাপন করা হয়েছে। এছাড়া অগ্নি নির্বাপকের ব্যবস্থা রাখা হয়েছে ঘরের সামনে।

জানা যায়, উপকূলীয় এলাকা শ্যামনগরে পাট দিয়ে গৃহ নির্মান একটি গবেষণামূলক প্রকল্প যার নেতৃত্ব দিচ্ছেন আইসিডিডিআরবি এবং বাস্তবায়নে সহযোগিতা করছেন কারিতাস বাংলাদেশ। এছাড়াও দ্যা রকফেলর ফাউন্ডেশন, কারিতাস ডেনমার্ক, ক্যাথলিক রিলিফ সার্ভিসেস(সিআরএস), ইমোরি ইউনিভার্সিটি এবং এপ্লাইড বায়োপ্লাস্টিক এখানে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করেন। পরীক্ষা মূলক বা গবেষণামূলক বাসগৃহ তিনটি গত ২৩ জানুয়ারী অতি দরিদ্র তিনটি পরিবারের মাঝে হস্তান্তর করা হয় আনুষ্ঠানিকভাবে। গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর ইউএনও মোছা ঃ রণী খাতুন। তিনি উদ্বোধনকালে বলেন গবেষণামূলক প্রকল্পটি সফল হলে আগামী দিনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পরিবেশ বান্ধব, স্বাস্থ্যসম্মত, টেকসই ও দুর্যোগ সহনশীল বাসগৃহ তৈরীতে ব্যাপক সহায়ক হবে। উদ্বোধনকালে শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসাইন খান, রকফেলর ফাউন্ডেশনের হেলথ ম্যানেজার মিসেস এলেক্স রবিনসন, আইসিডিডিআরবি, ঢাকার প্রজেক্ট কো-অর্ডিনেটর ডাঃ মাহবুবুর রহমান, এ্যসোসিয়েট সাইন্টিস্ট ডাঃ ফারজানা জাহান, কারিতাস বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মিসেস আইরিন মুর্মু, কারিতাস খুলনার কর্মসূচি কর্মকর্তা ড.সুমন মালাকার সহ কারিতাস কেন্দ্রিয় অফিস ও খুলনা অঞ্চলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, জুটিন আবিস্কার করেন বাংলাদেশের বিজ্ঞানী ড.মোবারক আহমদ খান। ২০০৯সালে পাটের তৈরী ঢেউটিন উদ্ভাবন করেন যা জুটিন নামে পরিচিত। জুটিন তৈরীতে তিনি পাটের সঙ্গে ব্যবহার করেন পলিমার।

আইসিডিডিআরবি, ঢাকা মহাখালীর এ্যসোসিয়েট সাইন্টিস্ট ডাঃ ফারজানা জাহান বলেন জুটিন শীট পরিবেশ বান্ধব। লবন সহিষ্ণু ও আয়রণ প্রতিরোধক। টিন ও এডবেস্টারের তুলনায় এটি ভাল। এ ঘরে বসবাস করা হলে স্বাস্থ্যগত ঝুঁকি নেই।  উপকূলীয় এলাকার জন্য জুটিন শীটের ঘর ভাল হবে বলে মত প্রকাশ করেন। এছাড়া ভবিষ্যতে এই এলাকায় জুটিন শীটের ঘর তৈরীর উদ্যোগ গ্রহণের আহব্বান জানান।

ছবি- উপকূলীয় শ্যামনগরে পরিবেশ বান্ধব জুটিন শিটের তৈরী বাসগৃহ

Tag
আরও খবর