সিরাজগঞ্জ জেলা বিএনপি'র উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও রায়গঞ্জের কৃতি সন্তান উপজেলা আগমন উপলক্ষে দলীয় কার্যালয়ে নেতা কর্মীগণ ফুলেল শুভেচ্ছা ও উপজেলা বিএনপি'র নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন প্রকৌশলী কামাল হোসেন।
শুক্রবার ( ৭ফেব্রুয়ারী) দিনব্যাপী রায়গঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খানের সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র উপদেষ্টা প্রকৌশলী মোঃ কামাল হোসেন।
প্রধান অতিথি প্রকৌশলী মোঃ কামাল হোসেন তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। রাষ্ট্রের সব সাংবিধানিক কাঠামো সংস্কারের মাধ্যমে জাতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যাবে। এতে থাকবে না কোনো রাজনৈতিক বৈষম্য। এমনকি স্বৈরাচার আওয়ামীলীগ সরকার দেশের প্রতিটি প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করেছে, তা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতেও ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।
উপজেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে নিমগাছী জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। দুপুরে ধানগড়া গুনগাঁতী মাদরাসা এ- দারুল ফাতাহ হাফিজিয়া ক্বওমিয়া ও এতিমখানার উন্নয়ন কল্পে ১০তম তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি যোগদান করেন। সন্ধ্যায় রায়গঞ্জ ধানগড়া নিমগাছী এলাকায় সর্বস্তরের নেতাকর্মীদের খোঁজ খবর নেন ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
তাঁর এ সফর ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌর বিএনপি সাবেক সভাপতি হাতেম আলী সুজন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মন্ডল, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রিমন, সাংগঠনিক সম্পাদক রোম বাদশা, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তুষার তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রানা, পাঙ্গাসী ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মোত্তালেব হোসেন, সাবেক উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোকাদ্দেস হোসাইন সোহান, উপজেলা কৃষক সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক নূর নবী, সাবেক উপজেলা শ্রমিক দলের সভাপতি প্রবীন কুমার গুন লিটন সহ উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
৭ ঘন্টা ২ মিনিট আগে
৭ ঘন্টা ১০ মিনিট আগে
৭ ঘন্টা ১৯ মিনিট আগে
৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৮ ঘন্টা ৩ মিনিট আগে
৮ ঘন্টা ১৩ মিনিট আগে
৮ ঘন্টা ৫১ মিনিট আগে
৮ ঘন্টা ৫৩ মিনিট আগে