নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও শিল্পপতি ফখরুল ইসলাম আওয়ামী লীগকে সমালোচনা করে বলেছেন, “তারা পালিয়েছে তাদের কৃতকর্মের জন্য। তারা মানুষদের জিম্মি করে চাঁদা দাবি করতো, তবে আমি বলছি, আমার আশেপাশে কোন চাঁদাবাজ নেই, আমি চাঁদাবাজ নিয়ে চলিনা।”
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার সময়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে চরকাঁকড়া নতুন বাজারে শীত বস্ত্র উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরকাঁকড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন মেম্বার, এবং সঞ্চালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আজিজ আজমির।
এতে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুল হক, উপজেলা বিএনপির সদস্য একরামুল হক মিলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মেহেদী হাসান টিপু, চরকাঁকড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি গিয়াস উদ্দিন খান, উপজেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মাসুদ সারোয়ার রনি, চরকাঁকড়া ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিরর হোসেন, চরকাঁকড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম, যুবদল নেতা ইমাম উদ্দিন সবুজ, এবং চরকাঁকড়া স্বেচ্ছাসেবক দল নেতা আকবর হোসেন লিটন।
অনুষ্ঠানের শেষে ৪৫০ জন মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।