চৌদ্দগ্রামে আবুল হাশেম জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ইফতার ও কোরআন উপহার প্রদান নাগরপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বেগমগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট শিক্ষাপ্রতিষ্ঠানে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী: জামায়াত আমির নন্দীগ্রামে ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার: প্রেস সচিব প্রশ্ন ফাঁসের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুবি শিক্ষক কাজী আনিছ নন্দীগ্রামে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুবিতে শাহবাগ ও পতিত স্বৈরাচারের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের ইফতার মাহফিল কুবি বিএনসিসি প্লাটুনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুবিতে মার্কেটিং বিভাগের ইফতার ও দোয়া মাহফিল সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবেঃ মোংলায় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকে দুই বাংলাদশী নাগরিককে হস্তান্তর শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত ঝিনাইদহে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে সুইচ গেট দখল এবং মাছ লুটপাটের অভিযোগ



সাতক্ষীরার শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বড় এফ নাইন সুইচ গেট দখল করে জোর পূর্বক মৎস লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি স্বপন বৈদ্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিকার চেয়ে থানায় অভিযোগ দিলে তার কোন প্রতিকার পাইনি বলে অভিযোগ ভুক্তভেূগীর। গত ৬ আগষ্ট থেকে ১৫ ফেব্রুয়ারি আটুলিয়া এলাকায় কয়েক দফায় এ ঘটনা ঘটে। এদিকে বর্তমান সময়ে আওয়ামীলীগ নেতা এই কর্মকান্ডে দেখে হতবাগ হয়ে প্রসাশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বিএনপি নেতারা।

ভুক্তভুগী বিভাষ মন্ডল জানান, ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি ১৩ লক্ষ ৭০ হাজার টাকা দিয়ে পানিউন্নয়ন বোর্ডের ওপেন টেন্ডারের মাধ্যমে সুইচ গেট খাল নিয়ে মাছ চাষ করছিলেন তিনি। টেন্ডারের মেয়াদ ছিল ২০২৫ সালের ৩০ মার্চ পর্যন্ত। চলতি বছরের ৫ আগষ্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ৬ আগষ্ট থেকে আটুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি স্বপন বৈদ্য ও তার সহযোগী মধু সরকার, সন্তোস মন্ডল, বাবু মন্ডল, যগেশ মন্ডল কয়েক দফায় গেটে জোর পূর্বক জাল টেনে ৬-৭ থেকে লক্ষ লুটপাট করে নেয়। এঘটনার কয়েকদিন পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলে তার পাল্টা হুমকি দিয়ে শালিশী বৈঠক না মেনেই পুনরায় মাছ মারতে থাকে। বাধ্য হয়ে এ ঘটনার ২৬ দিন আগে তিনি শ্যামনগর থানায় লিখিত অভিযোগ করেন।

এক পর্যায়ে ওই আওয়ামীলীগ নেতা স্বপন বৈদ্য তদন্তকারী কর্মকর্তা চন্দন রায়ের কাছ থেকে কৌশলে ৫ দিন সময় নিয়ে আদালতে ১৪৫ ধারা মামলা করেন। এরপর থেকে বিএনপি নেতার সেল্টারে পুনঃরায় সুইচ গেট দখলের পাঁয়তাড়া চালাচ্ছেন।

আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু জানান, ওপেন টেন্ডারে মাধ্যমে আটুলিয়া এফ নাইন সুইচ গেট পান বিভাষ মন্ডল। এরপর থেকে তিনি সেখানে ভোগদখলে ছিলেন। গেল ৬ আগষ্ট থেকে স্থানীয় বি এনপি ও জামায়াত নেতাদের সাথে নিয়ে স্বপন বৈদ্য বিভাষ মন্ডলের সুইচ গেট দখল করে মাছ লুট করে নেন। এ ঘটনা নিয়ে আমি নিজেও দুপক্ষকে ডেকে ছিলাম তারা আমার কথা শোনেনি।

তিনি আরো বলেন, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সালাউদ্দীন আহমেদকে ভুল বুঝিয়ে একটি অবৈধ কমিটি করেন। কমিটির সভপতি এ বি এম ওয়াজেদ সাতক্ষীরা শহরের বাসিন্দা। এছাড়া কমিটির  সম্পাদক স্বপন বৈদ্য আওয়ামীলীগের দোসর। এঘটনার প্রতিবাদ করায় তারা আমার নামে আদালতে মিথ্যা ১৪৫ ধারায় মামলা করেছেন।

অভিযোগ অস্বীকার করে ওই আওয়ামী লীগের নেতা স্বপন বৈদ্য বলেন, ওই সুইচ গেটের মালিক এখন আমি বলেই মাছ ধরেছি। এবিষয়ে একটি মামলা আদালতে চলমান রয়েছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্যা জানান, শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য ঘটনাস্থলে ১৪৫ ধারা করা আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোছাঃ রনি খাতুন  জানান, বিষয় নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি দুটি কমিটি গঠন করেছে। এরপরেও কেউ ওখানে মাছ ধরতে গেলে খোঁজ খবর নিয়ে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সালাউদ্দীন আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি মুঠোফোনটি রিসিভ করেনি।


Tag
আরও খবর