নাগেশ্বরী উপজেলায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তিমূলক ভিডিও তৈরি করে টিকটকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. আলম মিয়া নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার গোপালপুর নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত মো. আলম মিয়া সন্তোষপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। মঙ্গলবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম রেজা।
পুলিশ সূত্রে জানা গেছে, চার দিন আগে মো. আলম মিয়া তাঁর টিকটক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কটূক্তি করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি নজরে এলে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৩৬ মিনিট আগে
৪৩ মিনিট আগে
৪৩ মিনিট আগে