বেগমগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট শিক্ষাপ্রতিষ্ঠানে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী: জামায়াত আমির নন্দীগ্রামে ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার: প্রেস সচিব প্রশ্ন ফাঁসের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুবি শিক্ষক কাজী আনিছ নন্দীগ্রামে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুবিতে শাহবাগ ও পতিত স্বৈরাচারের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের ইফতার মাহফিল কুবি বিএনসিসি প্লাটুনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুবিতে মার্কেটিং বিভাগের ইফতার ও দোয়া মাহফিল সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবেঃ মোংলায় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুরমুরমুর রহমান ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকে দুই বাংলাদশী নাগরিককে হস্তান্তর শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত ঝিনাইদহে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) রোভার স্কাউটের নতুন কমিটি ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাজারের ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত-১২ আহত নোয়াখালীতে দেশব্যাপী নারী-শিশু ধর্ষণসহ সহিংসতার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন কুলিয়ারচরে বিদ্যুৎপিষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু, আহত-২ পীরগাছায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

গরু চুরির অপবাদে নির্মম নির্যাতনের পর আত্মহত্যার চেষ্টা




সাতক্ষীরায় গরু চুরির মিথ্যা অপবাদ দিয়ে এক যুবককে নির্মম নির্যাতন ও হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। অপমান সহ্য করতে না পেরে ওই যুবক আত্মহত্যার চেষ্টা চালায়। বর্তমানে সে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার পলাশপোল এলাকায় গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবক গফ্ফার (২২), পিতা শফিকুল ইসলাম, দিনমজুর হিসেবে কাজ করতেন এবং তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

অভিযোগ সূত্রে জানা যায়, আসামি আনছার আলী (৪৫), তার স্ত্রী শিলা খাতুন (৪০) এবং মাসুদ (২০) সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন মিলে গফ্ফারকে গরু চুরির অভিযোগে স্টেডিয়ামের পেছনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে শিলা খাতুন গফ্ফারের গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও স্বাক্ষী বিল্লাল হোসেন (২৬) এবং মোঃ কিনা (৩৫) জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা গফ্ফারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। এরপর আসামিরা তাকে ‘গরু চোর’ বলে প্রচার চালায় এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে তোলে।

অপমান সহ্য করতে না পেরে ১৩ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে গফ্ফার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যার চেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে তার মা ফতেমা বেগম (৩৯) স্থানীয়দের সহায়তায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে খুলনায় পাঠানোর পরামর্শ দেওয়া হলেও আর্থিক অভাবের কারণে তাকে সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। বর্তমানে সে ডাঃ শেখ ফয়সালের তত্ত্বাবধানে চিকিৎসাধীন এবং মৃত্যুর সঙ্গে লড়াই করছে।

গফ্ফারের মা ফতেমা বেগম সাতক্ষীরার বিজ্ঞ আমলী আদালত নং ০১-এ একটি মামলা দায়ের করেছেন। মামলায় দণ্ডবিধির ৩২৩/৩০৭/৫১১/১১৪/৫০৬(২) ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বাদী আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যুর আবেদন করেছেন এবং ন্যায়বিচার প্রার্থনা করেছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তারা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


Tag
আরও খবর