ফেসবুকে ফের ত্রুটি, টাইমলাইন-পোস্ট দেখা নিয়ে সমস্যা বিএনপির অনেকেই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবেন: কাদের তৃতীয় ধাপের উপজেলা ভোটের তফসিল বুধবার ভারতে ফ্লাইওভার থেকে বাস পড়ে নিহত ৫, আহত ৪০ ঐতিহাসিক মুজিবনগর দিবসে আওয়ামী লীগের কর্মসূচি ফরিদপুরে বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ১১ বায়ুমানে আজও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস ভাতা বাড়ল ইন্টার্ন চিকিৎসকদের, কার্যকর ১ এপ্রিল থেকে উপজেলা নির্বাচন: প্রথম ধাপে ১৮৯১ জনের মনোনয়ন দাখিল বাংলাদেশ বয়লার পরিচারক কল্যাণ এসোসিয়েশনের পিকনিক ও মিলন মেলা মিরসরাইয়ে উন্নত প্রযুক্তি ও বিশ্বমানের সেবার প্রত্যয়ে ২০ শয্যার বিএম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন শেষ দিনে বন্দর উপজেলা নির্বাচনের মনোনয়ন জমা মিরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রাম'র ঈদ পুণর্মিলনী আবুরহাট আঞ্চলিক প্রবাসী সমিতির কমিটি ঘোষণা, আহবায়ক ইমাম উদ্দিন রনি; সদস্য সচিব সৌরভ মাজেদ ভূঁইয়া পুকুরের পানিতে ডুবে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু, আহত তিন সেনবাগের বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস মোল্লা আর নেই শোকবার্তা চিলমারীতে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টমীর স্নান "আমাদের ভাবনায় আমাদের শরীয়তপুর"এই মূল মন্ত্রকে সামনে রেখে ১ যুগে শরীয়তপুর পোর্টাল নাসিরনগরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ৬, ভাইস চেয়ারম্যান ৭ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন দাখিল

অভয়নগরে ছেলের হাতে পিতা-মাতা গুরুতর জখম।

ছেলের হাতে জখম পিতা

যশোরের অভয়নগরের জমিজমা বিরোধের জের ধরে ছেলের হাতে পিতা-মাতা জখম হওয়ার খবর পাওয়া গেছে। জানা গেছে, (৬ ডিসেম্বর মঙ্গলবার)   নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড লক্ষ্মীপুর গ্রামে  নিজ পিতা মাতা  ওভাইকে পিটিয়ে রক্তাক্ত‌ ও জখম করেছে ছেলে। এলাকাবাসী আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।


আহতদের পরিবারের সদস্যরা বলেন, উপজেলার লক্ষ্মীপুর গ্রামের বারিক সরদারের (৭২) বড় ছেলে মফিজ সরদার নিজের নামে জমি লিখে দিতে অনেকদিন ধরে তার পিতাকে মানসিক ভাবে  চাপ দিতে থাকে। বাবা জমি লিখে না দেওয়ায় নিজ পিতার  সাথে তর্কে জড়িয়ে পড়েন । এক পর্যায়ে ছেলে মফিজ তার পিতাকে লোহার সাবল দিয়ে মারপিট করতে থাকে। এসময় মা আছিয়া বেগম (৬৫) ঠেকাতে গেলে তাকেও মারপিট করা হয়। এতে তার মায়ের মাথা ফেটে যায়। এরপর ছোট ভাই হাফিজুর রহমান ঠেকাতে গেলে তার মাথায়ও আঘাত লাগে সেও মাটিতে লুটিয়ে পড়ে। ওই সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়।



বারিক সরদার বলেন, বড় ছেলেকে আমি কয়েক দফায় ইজিবাইক কিনে দিয়েছি। ইজিবাইক বিক্রি করে সে টাকা খরচ করে ফেলে। এখন তাকে জমি লিখে দিতে হবে বলে বাহানা করে । আমি যদি তাকে জমি লিখে দেই তাহলে সে জমিও বিক্রয় করে দেবে এই ভয়ে, জমি লিখে না দেয়ায় আমাদের এভাবে জখম করেছে।


কর্তব্যরত চিকিৎসক জানান, বারিক সরদার ও তার স্ত্রী আছিয়া বেগমের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। মাথা ফেটে গেছে দুইজনকে শেলাই দেওয়া হয়েছে। হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীনে থাকতে হবে ।


এ ব্যাপারে থানার অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসান বলেন, ছেলে তার পিতা মাতাকে মারপিট করেছে। ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag