বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষের গভীর নলকূপের (ডিপ) নিযোগ প্রাপ্ত অপারেটররা পাচ্ছেনা ডিপের দায়িত্ব। ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের পরবর্তী জোর পূর্বক অবৈধ ভাবে যারা গভীরনলকুপ দখল করে রেখেছে সেই দখলদাররা নিয়োগ প্রাপ্ত গভীর নলকুপের অপারেটরদের ডিপের দখল ছাড়ছেনা বলে অভিযোগ তুলেছে উপজেলার রিশিকুল ইউনিয়নের রিশিকুল-২ গভীর নলকূপের নিয়োগ প্রাপ্ত অপারেটর মো: মিনহাজুল আবেদিন ও শাহাপুর-২ গভীর নলকূপের নিয়োগ প্রাপ্ত অপারেটর মোসাঃ মালেকা বেগম।
নিয়োগ প্রাপ্ত অপারেটর মো: মিনহাজুল আবেদিন ও মোসাঃ মালেকা বেগম বলনে, বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষ গত সোমবার, ১৭/২/২৫ তারিখে আনুষ্ঠানিক ভাবে নিয়োগ পত্র হস্তান্তর করেন। নিয়োগ পত্র পাওয়ার পর গভীর নলকূপের চাবি নিতে গেলে অবৈধ ভাবে ডিপ দখলদার রিশিকুল ইউনিয়নের বাউপুর গ্রামের মোঃ নূরুল ও রিশিকুল গ্রামের মোঃ শওকত আলী চাবি দিচ্ছে না। তারা ডিপ দুইটি জোর করে অবৈধ ভাবে দখল করে রেখেছে।
আমরা যদি দখল নিতে যায় তাহলে দখলদারদের সাথে রক্তক্ষয়ি সংর্ঘষ করে ডিপ দখল নিতে হবে। আমরা চাইনা সংর্ঘষে জড়াতে।
গভীর নলকূপ দুইটি ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লব পরবর্তী জোর পূর্বক অবৈধ ভাবে দখল করে রিশিকুল ইউনিয়নের বাউপুর গ্রামের মোঃ নূরুল (শাহাপুর -২) ও রিশিকুল গ্রামের মোঃ শওকত আলী (রিশিকুল-২)।
তারা দুঃখ প্রকাশ করে বলেন, বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষ যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তখন এই দখলদার দুইজন অপারেটর হওয়ার জন্য কোন আবেদন করেনি। পক্ষান্তরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা গভীর নলকূপ দখল করে রেখেছে। মোঃ শওকত ও মোঃ নূরুল ব্যারিষ্টার মিলনের সমথর্ক। বিএনপির নাম ভাঙ্গিয়ে তারা দখল করে রেখেছে বলে অভিযোগ করেন নিয়োগ প্রাপ্ত অপারেটর মো: মিনহাজুল আবেদিন ও মোসাঃ মালেকা বেগম ।
নিয়োগ প্রাপ্ত অপারেটরদের দাবি বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষ যাদের নিয়োগ দিয়েছে তাদের গভীর নলকূপ বুঝিয়ে দেওয়া হোক।
এ বিষয়ে বরেন্দ্র উন্নয়ন কতৃপক্ষ কাকনহাট জোনের ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুল আওয়াল বলেন, এটা দির্ঘ দিনের সমস্য। দ্রুত এ সমস্যার সমাধান হবে।
৮ ঘন্টা ২ মিনিট আগে
৮ ঘন্টা ১৩ মিনিট আগে
১০ ঘন্টা ২১ মিনিট আগে
১৩ ঘন্টা ২৩ মিনিট আগে
১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪ ঘন্টা ৩১ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৮ ঘন্টা ২৯ মিনিট আগে