রাজবাড়ীতে পুলিশের অভিযানে নারী মাদক কারবারি গ্রেফতার।
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ইয়াবাসহ মুক্তা (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড় মাদারটিয়া গ্রামের মৃত আবুল হাসেমের মেয়ে।তিনি বর্তমানে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর মেইন গলিতে সাদ্দামের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে এক গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানায় , গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এসআই মোঃ সেলিম মোল্লার নেতৃত্বে পুলিশের একটি টিম দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালায়। অভিযানে যৌনপল্লীর তোফাজ্জেল হোসেন তপুর বাড়ির সামনের গলি থেকে মাদক কারবারি মুক্তাকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত মুক্তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়। মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।