বগুড়ার আদমদীঘিতে মসজিদের ফ্যান চুরি করার সময় জনতা রুবেল হোসেন (৩৪) নামের এক চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছেন। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকালে আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে। আটক রুবেল হোসেন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার গুলিয়া কৃষ্ণপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বেশ কিছু দিন যাবত আদমদীঘির চাঁপাপুর বাজারসহ এলাকার একাধিক মসজিদে সিলিং ফ্যান চুরির ঘটনা ঘটে আসছিল। গত শুক্রবার সকালে চাঁপাপুর বাজারে অবস্থিত মসজিদে ঢুকে সিলিং ফ্যান চুরি করার সময় রুবেল নামের ওই চোরকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে রুবেল হোসেনের বিরুদ্ধে চুরি মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮ ঘন্টা ১ মিনিট আগে
৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯ ঘন্টা ৩ মিনিট আগে
৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
১০ ঘন্টা ১৬ মিনিট আগে
১১ ঘন্টা ২৮ মিনিট আগে
১১ ঘন্টা ৫২ মিনিট আগে