ভয়েস অব ঝিনাইগাতী’র আয়োজনে ঈদ উপহার পেল আড়াই শতাধিক পরিবার কয়েকজন তরুণের বদৌলতে বদলে গেলো রোস্তম পাগলা শান্তিগঞ্জে রাস্তার কাজে অনিয়মের অভিযোগ, প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি মধুপুরে ধানেরশীষের মনোনয়ন প্রত্যাশীর দোয়া ও ইফতার মাহফিল শ্রীমঙ্গল-কমলগঞ্জের সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময় জবি শিবিরের পক্ষ থেকে শহীদ ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত জবির শহীদ সাজিদের চাচার ক্ষোভ প্রকাশ প্রশাসনের বিরুদ্ধে রাজবাড়ীর চন্দনিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নৌপথে তৎপর কোস্টগার্ড শ্রীমঙ্গলে এমএসবি ইসলামিক সেন্টারে রমজান মাসব্যাপী ক্বেরাত প্রশিক্ষণ কোর্সের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ ডোমারে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান ভাড়াটিয়ার দোকানে তালা, অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা ঈদের শুভেচ্ছা জানানোর জন্য বার্তা ডিসিদের ১২ দফা নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা কলেজ কর্মচারীদের মাঝে রাজশাহী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ ক্যাম্পাস কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ইবি শিবিরের পুণ্যস্নান ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বারুণী উৎসব কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে দুস্থদের ঈদসামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান হযরত মাওলানা মির্জা এনায়েতুর রহমান বেগ কমপ্লেক্স পরিচালনা কমিটির সঃসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ আজমুল হক ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি’

যে পাঁচ কারণে লেখালেখি করা উচিত সবার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-02-2025 09:52:33 pm

যারা লেখালেখিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, অথবা নিজের লেখা গল্প-কবিতা-প্রবন্ধ পাঠকের জন্য প্রকাশ করেন, তারা যে নিজের জন্য লেখেন না, তা কিন্তু নয়। লিখতে যারা ভালোবাসেন, তাদের সবারই একটি সাধারণ অনুপ্রেরণা আছে। আর তা হলো নিজের চিন্তার জগতকে সংরক্ষণ করতে চাওয়ার আকাঙ্ক্ষা। নতুন একটি ভাবনা, কোন উপলব্ধি, একটি নতুন অভিজ্ঞতা, মনে হয় এটি লিখে রাখি, যত্নে থাকুক। কোন এক অলস দুপুরে নিজের লেখাগুলো পড়ে হয়তো আবার স্মৃতিতে হারিয়ে যান অনেকে।


এটি মানুষের খুব গভীর একটি চাওয়া – হারিয়ে না যাওয়ার বাসনা। প্রায় সবাই চান, ‘আমি না থাকলেও কেউ যেন আমায় মনে করে’। নিজের জন্য লেখাও মনের গভীর এই চাওয়ার সঙ্গে সম্পর্কিত। তবে লেখালেখির এই অভ্যাসের বেশকিছু প্রাত্যহিক ব্যবহার আছে। আবার জিজ্ঞেস করলে অনেকের কাছেই খুব বাস্তবসম্মত কিছু কারণও জানতে পারবেন। জেনে নিন এমন কিছু কারণ।


১. চিন্তা-ভাবনা গুছিয়ে নিতে


মাথায় অনেকগুলো বিষয় একসঙ্গে চলছে? কোনটাতেই মন দিতে পারছেন না? একে একে লিখে ফেলুন ভাবনাগুলো। চোখের সামনে সবগুলো বিষয় থাকলে দেখবেন গুরুত্ব অনুযায়ী একটি একটি করে পরিকল্পনা করে ফেলতে পারছেন। আবার পরিকল্পনা করার ক্ষেত্রেও এই বিষয়টি কাজে দেবে। যারা নিয়মিত নিজেদের দৈনন্দিন জীবন নিয়ে লেখেন, বা ডায়রি লেখার অভ্যাস লালন করেন, তারা সাধারণত অর্গানাইজড্ হয়ে থাকেন। তাই আপনিও যদি নিজের জীবনটা আরেকটু গুছিয়ে যাপন করতে চান, তাহলে এই অভ্যাসটি দিয়ে শুরু করতে পারেন।


২. দৈনন্দিন তথ্য মনে রাখতে


লেখা যে সবসময় গল্প-কবিতা-প্রবন্ধই হয় তাও নয়, এখনকার প্রতিদিনের ব্যস্ত জীবনে মনে রাখতে হয় কতকিছুই! বিভিন্ন ডিভাইস আর অ্যাকাউন্টের পাসওয়ার্ড থেকে শুরু করে বাজারের লিস্ট। যাদের সৃজনশীল লেখালেখির শখ আছে, তারা কিন্তু এসব ছোট ছোট তথ্যগুলোও লিখে রাখেন। এতে জীবন অনেকটাই সহজ হয়।


৩. মানসিক সুস্বাস্থ্যের জন্য


কোন বিষয়ে খুব কষ্ট পেয়েছেন? বা এতই রাগ হয়েছে যে কিছুতেই ভুলতে পারছেন না? বিষয়টি লিখে ফেলুন। মনের যত কষ্ট, অভিমান, রাগ লিখে ফেললে দেখবেন নিজেকে হাল্কা লাগছে। সম্পর্কের উন্নতির জন্য এই লেখাগুলোকে আপনি চিঠির মতো করে কাছের মানুষকে দেখাতে পারেন, যেন তারা আপনার অনুভূতি আরো ভালো করে বুঝতে পারে। অথবা দেখাতে না চাইলে আপনি সংরক্ষণ করতে পারেন বা নষ্ট করে ফেলতে পারেন। যাই করেন না কেন, এটি আপনকে সাহায্য করবে নিশ্চিত। এটি পেশাদার সাইকোলজিস্টদের পরামর্শগুলোর একটি।


৪. অব্যক্ত কথার চাপ কমাতে


কত কথা কত মানুষকে বলবো ভেবে বলা হয়ে ওঠে না আমাদের। এক সময় আফসোস ছাড়া আর কিছু বাকি থাকে না। মুখে বলে উঠতে পারছেন না, কিন্তু মনের মধ্যে কথা জমা হয়েই চলেছে। কী করবেন? চিঠি লিখে ফেলুন। কোন এক সময় হয়তো সেই চিঠি আপনার পাঠানোর ইচ্ছা হতেও পারে।


৫. সৃজনশীলতার চর্চা ধরে রাখতে


আপনার ভেতরকার সৃজনশীলতাকে লালন করুন শব্দের যত্নে। কোন ভাবনা, উপলব্ধি, বিশ্লেষণ, গল্প, কবিতা বা গান। মুহূর্তের চিন্তাগুলোকে হারিয়ে যেতে না দিয়ে শব্দের মুক্তা দিয়ে গেঁথে ফেলুন তাদের। জীবনের কোন এক ধাপে এই লেখাগুলো আপনার বড় আপন মনে হবে।


লেখালেখির অভ্যাসের গুণগান শেষ হওয়ার নয়। প্রত্যেকটি মানুষের জীবনে এর আলাদা আলাদা গুরুত্ব আছে। তবে গুরুত্ব যতটুকই হোক না কেন, উপকার ব্যতীত এর কোনো অপকার নেই।

আরও খবর