মোংলায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন জনসচেতনতা সভা করেছে স্বাস্থ্য বিভাগ শেরপুরের ঝিনাইগাতীর সীমান্তে ভারতীয় জিরাসহ এক পাচার কারবারি গ্রেফতার সিরাজগঞ্জে বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঁচদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন বরিশালে শেরে ই বাংলা হাসপাতালে বর্হিবিভাগে রুগী দেখা বন্ধ, দুর্ভোগে পরেছে শত শত মানুষ। কুলিয়ারচরে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শ্যামনগরে শ্রমজীবি শিশুর অভিভাবকদের সাথে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের সমন্বয়সভা গৌরাঙ্গ বাড়ী খেতুরী ধাম মন্দিরে পুজার নামে উপসনালয়ে তালা, থানায় অভিযোগে চালের দামে রেকর্ড, আমদানিতে অনীহা নামের আগে কারা ‘ডাক্তার’ লিখতে পারবে, জানালেন হাইকোর্ট আইআরডিসি'র উদ্যোগে জবিতে "মাহে রমজানের শিক্ষা" শীর্ষক সেমিনার কুতুবদিয়ায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ঝিনাইগাতীর দুপুরিয়া গ্রামে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীর গজারীকুড়া শাপলা কিশোরী সংলাপ কেন্দ্রে অংশগ্রহণমূলক মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জে বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) ধর্ষনের বিরুদ্ধে মানববন্ধন। রমজানে খেজুরের প্রকারভেদ প্রসঙ্গে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে সুবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ বড়লেখায় থানা মসজিদ মার্কেট ব্যবসায়ীদের কমিটির আত্মপ্রকাশ, সভাপতি লুৎফুর সম্পাদক চেরাগ "পবিএ মাহে রমজান উপলক্ষে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত" সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক দ্বিতীয় বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হলেন ধর্ষিতার বিচার হয় ধর্ষকদের কেন নয়

যে পাঁচ কারণে লেখালেখি করা উচিত সবার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-02-2025 09:52:33 pm

যারা লেখালেখিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন, অথবা নিজের লেখা গল্প-কবিতা-প্রবন্ধ পাঠকের জন্য প্রকাশ করেন, তারা যে নিজের জন্য লেখেন না, তা কিন্তু নয়। লিখতে যারা ভালোবাসেন, তাদের সবারই একটি সাধারণ অনুপ্রেরণা আছে। আর তা হলো নিজের চিন্তার জগতকে সংরক্ষণ করতে চাওয়ার আকাঙ্ক্ষা। নতুন একটি ভাবনা, কোন উপলব্ধি, একটি নতুন অভিজ্ঞতা, মনে হয় এটি লিখে রাখি, যত্নে থাকুক। কোন এক অলস দুপুরে নিজের লেখাগুলো পড়ে হয়তো আবার স্মৃতিতে হারিয়ে যান অনেকে।


এটি মানুষের খুব গভীর একটি চাওয়া – হারিয়ে না যাওয়ার বাসনা। প্রায় সবাই চান, ‘আমি না থাকলেও কেউ যেন আমায় মনে করে’। নিজের জন্য লেখাও মনের গভীর এই চাওয়ার সঙ্গে সম্পর্কিত। তবে লেখালেখির এই অভ্যাসের বেশকিছু প্রাত্যহিক ব্যবহার আছে। আবার জিজ্ঞেস করলে অনেকের কাছেই খুব বাস্তবসম্মত কিছু কারণও জানতে পারবেন। জেনে নিন এমন কিছু কারণ।


১. চিন্তা-ভাবনা গুছিয়ে নিতে


মাথায় অনেকগুলো বিষয় একসঙ্গে চলছে? কোনটাতেই মন দিতে পারছেন না? একে একে লিখে ফেলুন ভাবনাগুলো। চোখের সামনে সবগুলো বিষয় থাকলে দেখবেন গুরুত্ব অনুযায়ী একটি একটি করে পরিকল্পনা করে ফেলতে পারছেন। আবার পরিকল্পনা করার ক্ষেত্রেও এই বিষয়টি কাজে দেবে। যারা নিয়মিত নিজেদের দৈনন্দিন জীবন নিয়ে লেখেন, বা ডায়রি লেখার অভ্যাস লালন করেন, তারা সাধারণত অর্গানাইজড্ হয়ে থাকেন। তাই আপনিও যদি নিজের জীবনটা আরেকটু গুছিয়ে যাপন করতে চান, তাহলে এই অভ্যাসটি দিয়ে শুরু করতে পারেন।


২. দৈনন্দিন তথ্য মনে রাখতে


লেখা যে সবসময় গল্প-কবিতা-প্রবন্ধই হয় তাও নয়, এখনকার প্রতিদিনের ব্যস্ত জীবনে মনে রাখতে হয় কতকিছুই! বিভিন্ন ডিভাইস আর অ্যাকাউন্টের পাসওয়ার্ড থেকে শুরু করে বাজারের লিস্ট। যাদের সৃজনশীল লেখালেখির শখ আছে, তারা কিন্তু এসব ছোট ছোট তথ্যগুলোও লিখে রাখেন। এতে জীবন অনেকটাই সহজ হয়।


৩. মানসিক সুস্বাস্থ্যের জন্য


কোন বিষয়ে খুব কষ্ট পেয়েছেন? বা এতই রাগ হয়েছে যে কিছুতেই ভুলতে পারছেন না? বিষয়টি লিখে ফেলুন। মনের যত কষ্ট, অভিমান, রাগ লিখে ফেললে দেখবেন নিজেকে হাল্কা লাগছে। সম্পর্কের উন্নতির জন্য এই লেখাগুলোকে আপনি চিঠির মতো করে কাছের মানুষকে দেখাতে পারেন, যেন তারা আপনার অনুভূতি আরো ভালো করে বুঝতে পারে। অথবা দেখাতে না চাইলে আপনি সংরক্ষণ করতে পারেন বা নষ্ট করে ফেলতে পারেন। যাই করেন না কেন, এটি আপনকে সাহায্য করবে নিশ্চিত। এটি পেশাদার সাইকোলজিস্টদের পরামর্শগুলোর একটি।


৪. অব্যক্ত কথার চাপ কমাতে


কত কথা কত মানুষকে বলবো ভেবে বলা হয়ে ওঠে না আমাদের। এক সময় আফসোস ছাড়া আর কিছু বাকি থাকে না। মুখে বলে উঠতে পারছেন না, কিন্তু মনের মধ্যে কথা জমা হয়েই চলেছে। কী করবেন? চিঠি লিখে ফেলুন। কোন এক সময় হয়তো সেই চিঠি আপনার পাঠানোর ইচ্ছা হতেও পারে।


৫. সৃজনশীলতার চর্চা ধরে রাখতে


আপনার ভেতরকার সৃজনশীলতাকে লালন করুন শব্দের যত্নে। কোন ভাবনা, উপলব্ধি, বিশ্লেষণ, গল্প, কবিতা বা গান। মুহূর্তের চিন্তাগুলোকে হারিয়ে যেতে না দিয়ে শব্দের মুক্তা দিয়ে গেঁথে ফেলুন তাদের। জীবনের কোন এক ধাপে এই লেখাগুলো আপনার বড় আপন মনে হবে।


লেখালেখির অভ্যাসের গুণগান শেষ হওয়ার নয়। প্রত্যেকটি মানুষের জীবনে এর আলাদা আলাদা গুরুত্ব আছে। তবে গুরুত্ব যতটুকই হোক না কেন, উপকার ব্যতীত এর কোনো অপকার নেই।

আরও খবর


deshchitro-67ca00e5413bc-070325020909.webp
মেডিক্যাল ডায়াগনস্টিক ফি কমানো জরুরি।

৫ দিন ১৫ ঘন্টা ৬ মিনিট আগে


67c99e016775f-060325070713.webp
মাটি দূষণ রোধ করা প্রয়োজন

৬ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে


deshchitro-67c71dbaad111-040325093522.webp
Health Benefits of Fasting from a Medical Perspective

৭ দিন ১৯ ঘন্টা ৪০ মিনিট আগে


67c681e4e17a8-040325103028.webp
রমজান মাসে যে আমলে জীবনের গুণাহ মাফ হয়

৮ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে


67bb44412f5b5-230225095233.webp
যে পাঁচ কারণে লেখালেখি করা উচিত সবার

১৬ দিন ১৯ ঘন্টা ২৩ মিনিট আগে


67baba423610f-230225120346.webp
ধর্ষণ বন্ধে প্রয়োজন আইনের কঠোরতা

১৭ দিন ৫ ঘন্টা ১২ মিনিট আগে