চৌদ্দগ্রামে আবুল হাশেম জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু চৌদ্দগ্রামে ১১ মার্চ শহীদ দিবস উপলক্ষে ছাত্রশিবিরের ইফতার ও কোরআন উপহার প্রদান নাগরপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অভয়নগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বেগমগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট শিক্ষাপ্রতিষ্ঠানে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী: জামায়াত আমির নন্দীগ্রামে ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে সব ধরনের কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সরকার: প্রেস সচিব প্রশ্ন ফাঁসের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে কুবি শিক্ষক কাজী আনিছ নন্দীগ্রামে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা কুবিতে শাহবাগ ও পতিত স্বৈরাচারের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদউল্লাহ কুবিতে উত্তরবঙ্গ ছাত্র পরিষদের ইফতার মাহফিল কুবি বিএনসিসি প্লাটুনের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুবিতে মার্কেটিং বিভাগের ইফতার ও দোয়া মাহফিল সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবেঃ মোংলায় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমান ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকে দুই বাংলাদশী নাগরিককে হস্তান্তর শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২০ জন আহত ঝিনাইদহে ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

৪৫ তম রাবি আন্ত:কলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাহ মখদুম হল

ট্রফি হাতে উল্লাসে মেতে উঠেছে শাহ মখদুম হলের শিক্ষার্থীরা। © ছবি: প্রতিনিধি


গত মঙ্গলবার ও বুধবার (২৫ ও ২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে অন্ত:কলেজ এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সেখানে ১৯টি আলাদা আলাদা ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।


২৬ তারিখ আনুষ্ঠানিক ফলাফলের মাধ্যমে এবারের আসরের সমাপ্তি ঘটে। ১৯ টি ইভেন্টে(ট্রাক ও ফিল্ড) শাহ মখদুম হলের মোট ১১ জন অ্যাথলেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৮ জন মোট ২১ টি পদক লাভ করে। ফলশ্রুতিতে সামগ্রিক ৬৩ পয়েন্ট অর্জন করে এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে ছাত্র ক্যাটাগরিতে 'শাহ মখদুম হল'। অন্যদিকে ৪৯ পয়েন্ট নিয়ে রানার্স আপ 'শহীদ হবিবুর রহমান হল'।


ওই একই হলের শামিউল ও তামিম সর্বোচ্চ ১৩ পয়েন্ট অর্জন করে যৌথভাবে ছাত্র ক্যাটাগরিতে ব্যাক্তিগত চ্যাম্পিয়ন হয়। এবং ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব হয় তামিম আহমেদ।


ব্যক্তিগত চ্যাম্পিয়ন শামিউল হাসান বলেন, রাবির একজন এ্যাথলেটিক্স খেলোয়াড় হিসেবে ১ম বর্ষে হল ও বিভাগীয় খেলায় চ্যাম্পিয়ন হওয়ার পর, শেষ বর্ষেও সেই সাফল্যের ধারা বজায় রেখে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছি। এই সাফল্যের পেছনে আমার বিভাগের স্যারদের, বড় ভাইদের ও বন্ধুদের অনুপ্রেরণা ছিল অমূল্য। এই অর্জন শুধুমাত্র আমার নয়, এটি আমাদের পুরো বিভাগেরও সম্মান। আমার এই যাত্রা এখানেই শেষ করছি। ছোট ভাইরা গার্ড অফ অর্নার দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল।


আরেক প্রতিযোগী সারোয়ার সাইফুল্লাহ জানান, চ্যাম্পিয়ন বিষয়টা সকল খেলোয়ারদের জন্যই আনন্দদায়ক, আমিও তার ব্যতিক্রম নই। আমার হলে প্রত্যেকটা খেলোয়াড়ই কঠোর পরিশ্রম করেছে, শরীর থেকে ঘাম ঝরানোর প্রাপ্য মূল্যায়ন তারা পেয়েছে। অংশগ্রহণ কারী অনেকেরই জাতীয় পর্যায়ে পদক পাওয়ার সম্ভাবনা আছে। নিয়মিত বিজ্ঞানভিত্তিক অনুশীলন, খাদ্যাভাস, ইনজুরি সংক্রান্ত চিকিৎসার ব্যবস্থা ইত্যাদি বিষয়ে সুনজর দিলে রাবিকে তারা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে।


শাহ মখদুম হলের স্পোর্টস ইন্সট্রাক্টর আবুল বাশার জন বলেন, ছেলেদের এমন চ্যাম্পিয়ন আমি দারুন ভাবে উপভোগ করি। প্রভোস্ট স্যার ভীষণ আনন্দিত। স্যার হলে খেলোয়াড়দের একটা ব্লক করার চিন্তাভাবনা করছেন। তাতে করে ছাত্ররা আরো বেশি উৎসহ পাবে। পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ন্যাশনাল এ্যাথলেটিক্সে ভালো করবে।


দুই দিনব্যাপী আন্তঃকলেজ এ্যাথলেটিক্স প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ সহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থী বৃন্দ।


উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের আন্ত:কলেজ এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় নারী ক্যাটাগরিতে এবারের চ্যাম্পিয়ন হয় 'রোকেয়া হল'। এবং ছাত্রী ক্যাটাগরিতে ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয় ওই একই হলের শিক্ষার্থী ফারহিন তিথী।

আরও খবর