ডোমারে রোভার সদস্যদের স্মারক ও সনদপত্র বিতরণ
‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ স্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত ৭ম জাতীয় কমডেকা শেষে নীলফামারীর ডোমারে শালকী মুক্ত মহাদলের রোভার সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১লা মার্চ) সকালে ছোটরাউতা ডাকবাংলো এলাকায় শালকী মুক্ত মহাদলের আয়োজনে রোভার সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ স্কাউটসের দিনাজপুর অঞ্চলের প্রতিনিধি ও শালকী মুক্ত মহাদলের সভাপতি মোঃ কোহিনূর ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন- শালকী মুক্ত মহাদলের সাধারণ সম্পাদক ও ডোমার মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হারুন অর রশীদ, উপজেলা স্কাউটসের নির্বাহী সদস্য মোঃ মায়েদুল ইসলাম বসুনিয়া তুর্য, নৃত্য প্রশিক্ষক মিঠু রায় প্রমুখ সহ রোভার স্কাউট সদস্যবৃন্দ।
উল্লেখ্য, চলতি বছরের গত ১৮-২৫ ফেব্রুয়ারী পর্যন্ত সপ্তাহব্যাপী সমাজ উন্নয়নমূলক ক্যাম্প ৭ম জাতীয় কমডেকা সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্টে অনুষ্ঠিত হয়। এতে সারাদেশের ৩৯৮টি রোভার স্কাউট দল অংশগ্রহণ করে। সেখানে ডোমারের শালকী মুক্ত মহাদলের ইউনিট লিডার সহ ৯ সদস্য অংশগ্রহণ করেছিল।