পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গোবিন্দপুরে ২০ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ১লা রমজান রবিবার সকাল ৯ টায় গোবিন্দপুর এলাকা থেকে এসব অসহায় পরিবারের সদস্যদের হাতে এ ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। অনলাইন সাদাকা বক্স এর অর্থায়নে ছোলা, ডাল, তেল, খেজুর, সেমাই, চিনি, বুট, মুড়ি ও আলু এর এ প্যাকেজ বিতরণ করেন, সংগঠনটির সভাপতি মোঃ রোকনুজ্জামান, সহ-সভাপতি সুলতান মাহমুদ, সদস্য সাইদুল্লাহ ও আল মামুন। সংগঠনটির সভাপতি জানান, অনলাইন সাদাকা বক্স নামের এই সংগঠনটি বিগত তিন বছরে সহ¯্রাধিক পরিবারকে সাবলম্বী করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছে। এছাড়াও বিভিন্ন সময় অসহায়দের মাঝে নগদ টাকা, খাদ্য ও বস্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আগামীতে এই সংগঠনটি আরও বড় পরিসরে অসহায়দের নিয়ে কাজ করার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। এসময় তিনি এ সংগঠনটির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
৮ ঘন্টা ১ মিনিট আগে
৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
৯ ঘন্টা ৩ মিনিট আগে
৯ ঘন্টা ৫৩ মিনিট আগে
১০ ঘন্টা ১৬ মিনিট আগে
১১ ঘন্টা ২৮ মিনিট আগে
১১ ঘন্টা ৫২ মিনিট আগে