ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী-কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে দুঃস্থ মহিলাদের অর্থ সহায়তা প্রদান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ই মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ।
কিশোর-কিশোরী ক্লাবের সোনামনি কলি বর্ষার সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ আব্দুল বারী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, সহ-সভাপতি মোঃ ওসমান গণি দুলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে নারী-কন্যার উন্নয়নে দুঃস্থ মহিলাদের মাঝে অর্থ সহায়তা প্রদান করেন অতিথিরা।