শ্যামনগরে শ্রমজীবি শিশুর অভিভাবকদের সাথে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের সমন্বয়সভা
রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় উত্তরণের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে শ্রমজীবি শিশুর অভিভাবকদের সাথে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের সেবা প্রদানের লক্ষে সমন্বয় সভার আয়োজন করা হয়।
উপজেলা কৃষি অফিস, মৎস্য অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা সমাজসেবা অধিদপ্তর সহ অন্যান্য সরকারি-বেসরকারী অফিস প্রধানগণ নিজ নিজ দপ্তরের সেবা সমূহ উল্লেখ করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদারের সভাপতিত্বে ও উত্তরণের প্রজেক্ট অফিসার নাজমা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান উল্যা,কারিতাস কর্মকর্তা এন্ড্রিকো মন্ডল, নকশীকাঁথা পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সিডিও পরিচালক গাজী ইমরান, ফেন্ড্রশিপ ম্যানেজার সাখাওয়াত হোসেন, ফেইদ ইন এ্যাকশন কর্মকর্তা মিল্টন বারুই, সিসিডিবি কর্মকর্তা তম্ময় বিশ^াস,নবলোক কর্মকর্তা অসিত মন্ডল প্রমুখ।
সভায় জাতীয় শিশু নীতি,শিশু শ্রমের ক্ষেত্র সমূহ,ব্রীজ স্কুলের কার্যাবলী সহ অন্যান্য বিষয়ে মাল্টিমিডিয়া ভিত্দিক উপস্থাপন করা হয়।
ছবি- শ্যামনগরে শ্রমজীবি শিশুর অভিভাবকদের সাথে সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের সেবা প্রদানের লক্ষে সমন্বয় সভায় উপস্থিত অতিথিবৃন্দ।
৫৪ মিনিট আগে
১ ঘন্টা ১ মিনিট আগে