পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুক্রবার (১৪ মার্চ) বিশ্বিবদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৩১৫ নং কক্ষে এই ইফতার আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোশাররাফ হোসেন, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, জুলাই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনেক অবদান আছে। এই বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী। কিন্তু তাদের একটা ছাত্রী হল ছাড়া কোন হল নেই। পরবর্তী বাজেট বরাদ্দের ক্ষেত্রে জবিকে অগ্রাধিকার দেয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন। আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো. আসাদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি রায়হান হোসেন রাব্বি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসীব ও সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা ও সদস্য সচিব সিফাত সাকিব সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
৩ ঘন্টা ২২ মিনিট আগে
১১ ঘন্টা ২৫ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
২২ ঘন্টা ৬ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ১৬ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৫৪ মিনিট আগে