রাজশাহীর গোদাগাড়ীতে ৫ কেজী হেরোইনসহ মোসাঃ নাজমা (৫৩) ও মোসাঃ তাহমিনা বেগম মিনু (৫৫) নামের দুই জন নারী মাদক কারবারীকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
আজ শনিবার (১৫ মার্চ) উপজেলার সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড়স্থ এলাকায় ভোর ৬টা ২৫ মিনিটের সময় অবিযান পরিচালনা কওে হেরোইনসহ তাদের আটক করে।
আটককৃত নাজমা গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ গাঙ্গোবাড়ি গ্রামের মোঃ আবুল কাশেমের স্ত্রী এবং আটককৃত তাহমিনা বেগম মিনু মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার পৃথিমপাশা গ্রামের মৃত আলমের স্ত্রী।
ঈুলিশ সুত্রে জানা যায়, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন ফোর্স-সহ শনিবার ভোর ৬ টায় গোদাগাড়ী ডাইংপাড়া মোড় ও তার সন্নিহিত এলাকায় গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারের ডিউটিতে নিয়োজিত ছিলো। এমন সময় গোপন সংবাদের মাধ্যেমে জানতে পাওে সুলতানগঞ্জ গাংগোবাড়ি রোডপাড়া জামে মসজিদ মোড়স্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পশ্চিমপার্শ্বে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন-সহ দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে মোসাঃ নাজমা ও মোসাঃ তাহমিনা বেগম মিনুকে আটক করে। আটকের সাথে সাথে তাদের দেহ তল্লাশি করে তাদের নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৫ কেজি হেরোইন উদ্ধার করে।
গোদাগাড়ী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন বলেন, হেরোইন উদ্ধারের ঘটনায় আটককৃকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
৮ ঘন্টা ৩ মিনিট আগে
৮ ঘন্টা ১৪ মিনিট আগে
১০ ঘন্টা ২২ মিনিট আগে
১৩ ঘন্টা ২৪ মিনিট আগে
১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৪ ঘন্টা ৩২ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৮ ঘন্টা ৩০ মিনিট আগে