আশাশুনিতে জেলা বিএনপি'র নেতৃবৃন্দ উপজেলা বিএনপি'র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা সাড়ে ৩ টায় আশাশুনি উপজেলা বিএনপি'র আয়োজনে সাবেক মৎস্যজীবি দলের সভাপতি আসিফুর রহমান তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপি'র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
সাবেক উপজেলা যুবদলের সভাপতি মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক যথাক্রমে আবুল হাসান হাদী, তাসকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান ও আক্তারুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রদলের সভাপতি ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক উপজেলা কৃষকদলের সভাপতি বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, সাবেক যুবনেতা জাকির হোসেন বাবু, বিএনপি নেতা খায়রুল আহসান সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি আবু জাহিদ ডাবলু বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক দলীয় নেতা কর্মীদের প্রতি আগামীদিনের দিকনির্দেশনাবলী পাঠ করে শোনান। তিনি উপস্থিত নেতাকর্মীদের বলেন, দল এখনও ক্ষমতায় আসেনি, আমাদের সকলকে সুদরিয়ে চলতে হবে। আজ থেকে যদি দলের যে কোন পর্যায়ের নেতা কর্মীবৃন্দ অহেতুক হামলা, দখল, লুটপাট, শালিসের নামে প্রহসন সহ গনবিচ্ছিন্নমূলক কার্যক্রমে জড়িতদের সাবধান, অভিযোগ প্রমানিত হলেই দলীয় ব্যবস্থা। আগমীদিনে সাবেক দলীয় পোর্ট ফোলীয় নেতাদের সদস্য নবায়নের মাধ্যমে তৃনমূল নেতা তৈরীর মাধ্যমে গোপন ব্যলটে ইউনিয়ন, উপজেলা ও জেলা কমিটি তৈরী করা ও নেতৃত্ব তৈরী করা হবে। তিনি আরো বলেন, আগামীদিনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। #