, ঢাকাস্থ আশাশুনি উপজেলা সমিতির প্রথম ইফতার মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির অফিস সুন্দরবন ভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকায় বসবাসকারী আশাশুনি উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশ গ্রহণে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা অতিরিক্ত সচিব (অবঃ) ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সমিতির উপদেষ্টা অতিঃ সচিব (অবঃ) আব্দুল আহাদ, উপদেষ্টা অধ্যাপক শেখর আহমেদ, উপ-সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয রবিউল ইসলাম, কৃষি অফিসারদের প্রশিক্ষণ দপ্তরের অবঃ পরিচালক ড. শরিফুল ইসলাম, উপ কর কমিশনার আহসান উল্লাহ রাসেল, উপ কর কমিশনার হাফিজুর রহমান, অধ্যাপক হাবিবুর রহমান, এডঃ আলিফ হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তরিকুল ইসলামসহ অনেকে। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, যুগ্ম সচিব পরিবেশ মন্ত্রালয় ও আহবায়ক আশাশুনি উপজেলা সমিতি ঢাকা ডঃ মোকতার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন, সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক। উপস্থিত সকলেই ঢাকায় এরকম একটা সংগঠন তৈরি করার জন্য ধন্যবাদ জানান এবং সবাই এক সাথে মিলেমিশে থাকা ও আশাশুনি উপজেলাবাসীর সার্বিক উন্নয়নের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।