মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টাকারী আলী মোল্লা (৩৬) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার (১৯ মার্চ) দুপুরে পৌরসভার ৫নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণ চেষ্টাকারী যুবক আলী মোল্লা একজন মাদকাসক্ত ও ভবঘুরে দিনমজুর। তার বাড়ী খুলনায়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, এই এলাকার ৮ বছরের এক শিশুকে পাশের একটি পুকুর পাড়ে ডেকে নেয় আলী মোল্লা। তখন শিশুটির সহপাঠীরা দেখে ফেললে পরিবারকে জানায়। এরপর পরিবারের সদস্যরা শিশুকে উদ্ধার ও যুবককে হাতেনাতে আটক করে। পরে এলাকাবাসী ওই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানিয়েছেন, ধর্ষণ চেষ্টাকারী আলী মোল্লা পুলিশ হেফাজতে রয়েছেন। সে একজন ভবঘুরে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ ঘন্টা ১৫ মিনিট আগে
১ ঘন্টা ২৩ মিনিট আগে
১ ঘন্টা ২৯ মিনিট আগে
১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ ঘন্টা ৩৯ মিনিট আগে