মধুপুরে অসহায় ও হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছেন রক্তের বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা শরীফ উদ্দিন পাঁচবিবি ছাত্রনেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মুছাপুরে ১৫০টি দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ শ্রীমঙ্গলে ঈদ মিছিল অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফটিকছড়িবাসী ও বিশ্বের সকল মুসলমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। রায়পুরে শীর্ষ ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মানে ইফতার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক ঈদ বস্ত্র বিতরণ সম্পন্ন বাঘায় শিবির সেক্রেটারীকে মেরে হাত ভেঙ্গে দেয়ার অভিযোগ সুধীজনের সম্মানার্থে ‘শিকড় ঝিনাইগাতী’র ইফতার ও দোয়া মাহফিল জামালপুরে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত চাঁদ দেখা গেছে, ঈদ সোমবার ‘পীরগাছা সোসাইটির’ উদ্যোগে দুস্থদের মাঝে গরুর গোশত সহ ঈদ সামগ্রি বিতরণ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ সম্পন্ন সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে মোংলায় ঈদ উদযাপন সৌদির সঙ্গে মিল রেখে ইসলামপুরের বিভিন্ন গ্রামে আজ ঈদ নন্দীগ্রামে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের যাকাতের টাকা বিতরণ নাগেশ্বরীর হাসনাবাদ ইউপিতে যুব সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ শেষ মূহুর্তে ঘর মুখো মানুষের ভীর:দৌলতদিয়া লঞ্চঘাট

সংবাদ সম্মেলনে যুবদল নেতা বললেন 'আমি ওসিকে বদলির হুমকি দিইনি'

আওয়ামী লীগের এক নেতা এবং মামলার এজাহারভুক্ত আসামিকে ছেড়ে না দেওয়ায় জামালপুরের ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফকে অন্যত্র বদলির হুমকি দেওয়ার অভিযুক্ত যুবদল নেতা হামিদুর রহমান মিলন সংবাদ সম্মেলন ডেকে দাবি বলেছেন, তিনি ওসিকে বদলির হুমকি দেননি। বরং তাঁর বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।


বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে ইসলামপুর পৌর শহরের সিরাজাবাদ রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 


সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মিলন বলেন, 'আমি ওসি সাহেবকে অন্যত্র বদলি করতে আমার বিরুদ্ধে ওসি সাহেব অভিযোগ তোলেছেন, আমি নাকি স্থানীয় আওয়ামী লীগের নেতা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল খালেককে ছাড়াতে তদবির করেছে। এক পর্যায়ে আসামিকে ছেড়ে না দেওয়ায় ওসি সাহেবকে অন্যত্র বদলির হুমকি দিয়েছি। এসব বিভ্রান্তিকর তথ্যের সাংবাদিকদের সরবরাহ করে বিভিন্ন গণমাধ্যমে আমার বিরুদ্ধে মনগড়া খবর প্রকাশ করিয়েছেন তিনি। মূলত আমার বিরুদ্ধে ওসি সাহেব বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন। 


যুবদল নেতা হামিদুর রহমান মলিন আরও বলেন, 'আওয়ামী লীগের পদধারী নেতারা দিব্যি ঘুরাঘুরি করছে। তাঁদের গ্রেপ্তারে বিষয়ে ওসি সাহেবকে আমি তথ্য দিয়েছে। ওসি সাহেবও আমার সহযোগিতা চেয়েছেন। আমি সহযোগিতা করেছি। কিন্তু কী কারণে ওসি সাহেব আমার বিরুদ্ধে ক্ষেপেছেন, সেটা জানি না। আমি আশা রাখি, ওসি সাহেব তাঁর ভুল বুঝতে পারবেন।' 


উল্লেখ্য, গত ১১ মার্চ উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর এলাকায় দুই পক্ষের মধ্যে শত্রুতার জের ধরে মারধরের ঘটনা ঘটে। 


এনিয়ে গত ১৬ মার্চ রাতে বেনুয়ারচর সরদারপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে আনিছুর রহমানকে প্রধান আসামি দিয়ে ১১ জনের নামোল্লেখে ইসলামপুর থানায় মামলা করেন বেনুয়ারচর বেপারীপাড়া গ্রামের বাসিন্দা মিষ্টার আলী। ওইদিন রাতে মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল খালেককে আটক করে পুলিশ। আব্দুল খালেককে ছাড়াতে যুবদল নেতা মলিন ওসি মো. সাইফুল্লাহ সাইফকে ফোন করেন। এতে রাজি না হওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে ওসিকে বদলি করা হবে মর্মে হুমকি দেন বলে অভিযোগ তোলেন ওসি সাইফুল্লাহ সাইফ। এনিয়ে বেশকিছু গণমাধ্যমে 'আ.লীগ নেতাকে না ছাড়ায় বদলির হুমকি দিয়েছেন যুবদল নেতা, অভিযোগ ওসির' শিরোনামে


খবর প্রকাশ হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। 


ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন,'সংবাদ সম্মেলন করার অধিকার গণতান্ত্রিক। আমাকে ২৪ ঘণ্টার মধ্যে বদলির হুমকি দেওয়া হয়েছে, এটাই সত্য।'