উপকূলীয় শ্যামনগরে পানির অধিকার নিশ্চিতকরণে বিশ্ব পানি দিবস পালিত লাখাইয়ে উৎসব মুখর পরিবেশে জমেছে ইদ বাজার। গাজায় গণহত্যা ও মুসলিম নিপীড়নের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল সুন্দরবনে আগুন,মিলছেনা পানি স্নাতক পাসের অফিসার নিয়োগ, মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসএসসি পাস রাজমিস্ত্রী সুন্দরবনের ২০ ফুট লম্বা অজগর লোকালয় থেকে উদ্ধার মাগুরায় বিচার চাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে প্রবাসী পরিবার পত্রিকার সার্কুলেশন নিয়ে চরম দুর্নীতি হয়েছে: কামাল আহমেদ ৪৮ ঘণ্টার মধ্যে আ.লীগ নিষিদ্ধ না হলে ঢাকা অবরোধের হুঁশিয়ারি সিরাজগঞ্জে অসহায় মানুষের মাঝে সেবা মুক্ত স্কাউট গ্রুপের ঈদ সামগ্রী বিতরণ প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করলেন রাজশাহীর রিয়া ঈদযাত্রায় লক্কর-ঝক্কর বাস চলাচল বন্ধে অভিযান শুরু মৃত্যুর ১৪ দিন পর প্রবাসীর মরদেহ দেশে, নিজ গ্রামে দাফন প্রীতিলতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সোহেল মাহমুদ রঞ্জুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার মাহফিল রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ে স্বস্তিতে দেশের মানুষ ধুরুং বাজার ব্যবস্থপনা কমিটির নেত্বতে বাজার মনিটরিং দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড়ের শঙ্কা যেসব এলাকায় তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে বারিধারার একটি বাড়ি দুপুরে প্রতিবেদন জমা দেবে গণমাধ্যম সংস্কার কমিশন

লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত: সারজিস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-03-2025 05:28:40 pm

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত। গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধকরণ পর্যন্ত এ লড়াই চলবে।


শুক্রবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।


এদিকে বৃহস্পতিবার (২০ মার্চ) গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।


স্ট্যাটাসে তিনি বলেন, কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে, ‘রিফাইন্ড আওয়ামী লীগ‍‍’ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে। এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে।


তিনি আরও বলেন, আমিসহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় ১১ মার্চ দুপুর আড়াইটায়। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদের বলা হয়- ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্তসাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগসহ একাধিক বিরোধী দল থাকা না-কি ভালো।


হাসনাত আব্দুল্লাহ বলেন, ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুইদিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে।‍‍ আমাদের আরও বলা হয় যে, রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে, তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে, আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন।


এর উত্তরে আমাদের বলা হয়, ‘আওয়ামী লীগকে ফিরতে কোন ধরণের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে, তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক‍‍। আলোচনার এক পর্যায় বলি, যেই দল এখনো ক্ষমা চায় নাই, অপরাধ স্বীকার করে নাই, সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন! অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে, ‘ইউ পিপল নো নাথিং। ইউ ল্যাক উইজডোম অ্যান্ড এক্সপিরিয়েন্স। উই আর ইন দিজ সার্ভিস ফর এটলিস্ট ফোর্টি ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ‍‍`ইনক্লুসিভ‍‍` ইলেকশন হবে না।‍‍’


তিনি বলেন, ‘উত্তরে বলি, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে, তার দায়ভার আপনাদের নিতে হবে।‍‍’


হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেককিছু করানোর চেষ্টা করা হয়েছে। কখনো এজেন্সি কখনো বা ক্যান্টনমেন্ট থেকে নানা ধরণের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেয়া হয়েছে। আমরা ওসব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপরেই আস্থা রেখেছি। আপনাদের সাথে নিয়েই হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি।


আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা রাখতে চাই। এ পোস্ট দেওয়ার পর আমার কী হবে আমি জানি না। নানামুখী প্রেশারে আমাকে হয়তো পড়তে হবে। হয়তো বিপদেও পড়তে হতে পারে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোন ধরণের আপোষ করার সুযোগ নাই।


জুলাইয়ের দিনগুলোতে জনগণের স্রোতে ক্যান্টনমেন্ট আর এজেন্সির সব প্রেসক্রিপশন আমরা উড়িয়ে দিয়েছিলাম। আজ আবারও যদি আপনাদের সমর্থন পাই, রাজপথে আপনাদের পাশে পাই তবে আবারও এই আওয়ামী লীগ পুনর্বাসনের ভারতীয় ষড়যন্ত্রও আমরা উড়িয়ে দিতে পারবো।


আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সবার প্রতি আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, সব যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দিবো না।


৫ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোন সুযোগ নাই বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে।

আরও খবর


67dd6696e533a-210325071606.webp
ড. ইউনূস-মোদির বৈঠক হচ্ছে না

১ দিন ৪৫ মিনিট আগে


67dd522b8134d-210325054859.webp
আ. লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না

১ দিন ২ ঘন্টা ১২ মিনিট আগে