লালপুরে পদ্মাপাড়ে যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
লালপুরে পদ্মাপাড়ে যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
আবু তালেব,লালপুর নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে পদ্মাপাড় যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে প্রধান পৃষ্ঠপোশক মরহুম আলহাজ্ব শরিফুল ইসলাম ( শরিফ) ও উপদেষ্টা মন্ডলী সদস্য মরহুম শফিউল ইসলাম রিপনসহ রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২১ মার্চ) সন্ধ্যায় ২০তম রমজান নওপাড়া হাজী আফছার আলী মাদিনাতুল উম্মুল হাফিজিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে পদ্মা পাড়ের যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লা আল মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলার এবি পাটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এএসএম মোকাররেবুর রহমান নাসিম।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওপাড়া-সুলতানপুর কেন্দ্রীয় গোরস্থান কমিটির সভাপতি সোলায়মান হোসেন, ভেল্লাবাড়িয়া রামকৃষ্ণপুর কেন্দ্রের গোরস্থান কমিটির সভাপতি আলাউদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাস্টার, নওপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ইউনুস আলী ছিত্তাজ, লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন প্রমুখ।
ইফতারি শেষে অত্র এলাকার তিনটি গোরস্থানের লাশ দাফনের জন্য বিনা পরিশ্রমে কবর খোঁড়া কাজে সহায়তা করেন তাদেরকে পদ্মাপাড়ে যুব সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৬৫ জনকে ঈদসামগ্রী উপহার হিসাবে একটি করে পাঞ্জাবি ও টুপি বিতারণ করেন।