শহীদ আবু সাঈদের বাবাকে আর্থিক সহায়তা সেনাপ্রধানের ফুটপাত দিয়ে মোটরসাইকেল চালালে ব্যবস্থা : ডিএমপি কমিশনার মোংলা বন্দর জেটিতে একসাথে অবস্থান করছে ৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবৈধ অভিবাসন রোধকল্পে বাংলাদেশ-অস্ট্রেলিয়া এসওপি সই রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয়: সারজিস আলম ঢাকার যেসব সড়ক বন্ধ থাকবে ২৬ মার্চ বেকড়া আট গ্রাম ইউনিয়ন চেয়ারম্যান শওকত গ্রেফতার, পদত্যাগ পত্র জমা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে: তারেক রহমান বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে কালিগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঝিনাইগাতীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বাগেরহাট-৩ আসনের সাবেক এমপি ও তার স্বামী মেয়র খালেকের ৫ ব্যাংকের ৮ কোটি টাকা ফ্রিজ শিল্প ও পর্যটনের নয়া দিগন্ত চট্টগ্রামের আনোয়ারা থানা কায়বা বাইকোলা ওসমানিয়া দাখিল মাদ্রাসায় এডহক কমিটি অনুমোদন ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে আয় বর্ধকমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে বেদে জনগোষ্ঠীর সাথে মতবিনিময় সভা হাসি মুখ ফাউন্ডেশন কর্তৃক নৈতিকতা চর্চা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন। আশাশুনিতে সরকারি কর্মকর্তা জন প্রতিনিধি ও সাধারণদের নিয়ে ডায়লগ বানারীপাড়ার সৈয়দকাঠীতে ইসলামী আন্দোলনের শূরা অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে বাল্য বিবাহ প্রতিরোধে ইন্টারজেনারশন ডায়লগ অনুষ্ঠিত

সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই: সারজিস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-03-2025 10:37:46 am

রাজনৈতিক দলগুলো সঙ্গে সরাসরি সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। গতকাল শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরামের (আরডিআরএফ) ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।


সারজিস আলম বলেন, সেনাবাহিনীর প্রধানকে সরানোর কোনো প্রশ্ন কখনো আসেনি। বরং এ নিয়ে এখন ‘গুজব ছড়ানো হচ্ছে’। আমরা মনে করি এ অবস্থাও তৈরি হয়নি। এ অবস্থা যেন নির্বাচনের আগ পর্যন্ত তৈরি না হয়, সেটি আমরা প্রত্যাশা করি।


তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে শ্রদ্ধার জায়গা, আমরা মনে করি সবসময় ছিল, আছে এবং আগামীতেও থাকবে।


সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, আমরা একটি বিষয় স্পষ্ট করি। আমরা মনে করি যে, সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের ওপর আমাদের সবার আস্থা এবং শ্রদ্ধাবোধ আছে। আমরা এটা হারাতে চাই না। জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে, আমার ব্যক্তিগত জায়গা থেকেও যদি বলি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধটি ছিল, এবং আমরা এটা রাখতে চাই।


জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, আমরা মনে করি অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সময়ে তারা যেমন বাংলাদেশের মানুষের পাশে ছিল, একই ভাবে আগামীতে তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবে।


তিনি বলেন, যে ঘটনাটি সামগ্রিকভাবে আমরা শুনতে পাচ্ছি, আমরা মনে করি বিষয়টি এমন নয়। এখানে জনগণের সঙ্গে কিংবা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কিংবা রাজনৈতিক দলগুলো সঙ্গে সরাসরি সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই।


সারজিস বলেন, আমাদের যদি কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ে প্রশ্ন থাকে, মতামত থাকে আমরা সেটি করবো। যৌক্তিক আলোচনা ও সমালোচনা হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যারা অভ্যুত্থানের শক্তি ছিলাম এ বিষয়ে আমরা কখনোই মুখোমুখি দাঁড়াবো না

আরও খবর