হবিগঞ্জে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়)সহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা শাখা।
গতকাল রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সহজ কোরআন শিক্ষা ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাগণ এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আবু তৈয়ব মোজাহিদী। পরে ৫ দফা বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাসসহ বকেয়া বেতন ভাতা ও ঈদ বোনাস পবিত্র ঈদুল ফিতরের আগে প্রদান করতে হবে। ১৯৯৩ থেকে ২০২৫ খ্রি. দীর্ঘ ৩৩ বছর পর্যন্ত নিষ্ঠা ও সততার সাথে তৃণমূল পর্যায়য়ে ইসলামি বুনিয়াদি শিক্ষা প্রাথমিক ও বয়স্ক শিক্ষা শতভাগ নিশ্চিত করে আসছেন শিক্ষক-শিক্ষিকাগণ।
ইসলামিক ফাউন্ডেশন এর সর্ববৃহৎ গুরুত্বপূর্ণ ও জননন্দিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে নিয়োজিত মসজিদের ইমামগণ, শিক্ষিত বেকার যুব সমাজ এবং মহিলা শিক্ষিকাগণ আন্তরিকভাবে পাঠদান করে শিক্ষা কার্যক্রম প্রকল্পের সুনাম বৃদ্ধি করেছেন।
যা ইতিমধ্যে সকলের প্রশংসা ও জনমনে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এসব শিক্ষক-শিক্ষিকাগণ বর্তমানে বেতন না পেয়ে মানবেতর জীবন-যাপন করছেন। অতিদ্রুত আউটসোর্সিং থেকে শিক্ষা কার্যক্রমকে রাজস্ব খাতে নিতে অন্তর্ববর্তীকালীন সরকারের প্রতি আহবান জানানো হয়েছে। অন্যথায় পবিত্র ঈদুল ফিতরের পরে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হকের সঞ্চালণায় বক্তব্য রাখেন, মাওলানা আব্দুস সালাম জালালাবাদী, মুফতি ফয়জুল করিম, মাওলানা আবু নাসের খান,মাওলানা ফিরুজ আহমদ, মাওলানা মোজাহিদ আহমদ মানিক,
মাওলানা আব্দুর রহমান, মাওলানা মাসুদ খান, মাওলানা আব্দুলন কাদির, মাওলানা মহিবুর রহমান, মাওলানা আঃ নূর, হাফেজ শিব্বির আহমদ আরজু, মাওলানা শামছুল আলম, মাওলানা আব্দুল লতিফ, মুফতি জুবায়ের আহমদ ও মোঃ নায়েব হোসেন প্রমুখ।