ডোমারে জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সম্মানে নীলফামারীর ডোমারে ইফতার ও দোয়া মাহফিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
রবিবার (২৩শে মার্চ) বিকালে উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জমিয়তের আয়োজনে আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলামের পক্ষ থেকে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মোঃ মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
এসময় আরও বক্তব্য রাখেন- আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম প্রমুখ।
মাহফিলে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে, দেশ ও জাতির সার্বিক শান্তি, উন্নতি ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।