সহকারী শিক্ষক সমাজ উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কুড়িগ্রামের উলিপুর উপজেলা শাখার ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
উপজেলার থেতরাই ইউনিয়নের উত্তর দড়িকিশোরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকিবুল হাসান রাশেদকে আহ্বায়ক, উলিপুর পৌর সদরের নারিকেল বাড়ি খামার সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক জোবায়দুল ইসলামকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক হোসাইন আহমেদ হিজল ও সদস্য সচিব এমারুল হক টুটুল স্বাক্ষরিত এক পত্রে কমিটির অনুমোদন দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক কমিটি অনুমোদনের তারিখ হতে আগামী ৯০দিনের মধ্যে প্রতিটি ইউনিয়ন কমিটি করে জেলা কমিটি বরাবর প্রেরণ করতে হবে।
নবগঠিত কমিটির আহ্বায়ক রাকিবুল হাসান রাশেদ ও সদস্য সচিব জোবায়দুল ইসলাম জানান, বাংলাদেশ সহকারী শিক্ষক সমাজ জেলা কমিটির নির্দেশনা ও সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী আগামী দিনগুলোতে শিক্ষকদের কল্যাণে কাজ করে যাবে।