সাতক্ষীরার কালিগঞ্জে গণহত্যা দিবস পালিত
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। ২৫ মার্চ (মঙ্গলবার) সকালে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডলের সভাপতিত্বে নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. আকরাম হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞের বর্ণনা দেন এবং স্বাধীনতার চেতনায় দেশ গড়ার আহ্বান জানান।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ডাকবাংলো চত্বরে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
৮ ঘন্টা ০ মিনিট আগে
৮ ঘন্টা ১১ মিনিট আগে
১০ ঘন্টা ১৯ মিনিট আগে
১৩ ঘন্টা ২১ মিনিট আগে
১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৪ ঘন্টা ২৯ মিনিট আগে
১৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৮ ঘন্টা ২৭ মিনিট আগে