আনোয়ারা ও কর্ণফুলি মাঝামাঝি অবস্থা কোরিয়ান কেপিজেট। এই কেপিজেট বিস্তৃত এলাকা জুড়ে বসবাস গড়ে তুুলেছে একদল হাতি। রাতের আধারে দলবদ্ধ ভাবে খাদ্য সংগ্রহে বেরিয়ে পড়ে লুকালয়ে। হাতির আক্রমণ ও হতহত থেকে রক্ষা পেতে দুই থানার মানুষের চোখের ঘুম হারাম হয়েছে অনেক দিন আগে। জানা যায় গত কয়েক বছরে হাতির আক্রমণে নিহত হোন ২২ জন এবং হতহত শত পেরিয়ে। গত শনিবার এক বাবা হাতির আক্রমণে নিহত মাছুম শিশুকে নিয়ে সড়কে অবস্থান করে। পরে উপজেলা অফিসার বরাবর লিখিত সারক দিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভিবিক করে দেওয়া হয়। চার দিন অতিবাহিত হওয়ার পরও কোন পদক্ষেপ না নিলে এলাকাবাসি বৃহস্পতিবার (আজ) আবার সড়ক অবরোধ করে। সকাল ৬ টা হতে সড়ক অবরোধে করাতে ভোগান্তিতে পড়তে হয় পিএবি সড়কে চলাচলকৃত অনন্য উপজেলার মানুষ ও ঈদগামী সাধারণ মানুষদের। জানা যায় হাতি অপসারণে আগে একাদিকবার কমিটি গঠন করা হলেও মিলেনি কোন সুরাহা। ভোক্তাভুগিদের দাবি বন ও পরিবেশ অধিদপ্তর সাথে সম্মলিত ভাবে আলোচনার ব্যবস্থা মাধ্যমে একটা পদক্ষেপ গ্রহণ করা যাতে সাধারণ মানুষের জানমালের কোন ক্ষতি না হয়।
২ ঘন্টা ৪০ মিনিট আগে
৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ ঘন্টা ৩২ মিনিট আগে
৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ ঘন্টা ৫২ মিনিট আগে
৫ ঘন্টা ৪ মিনিট আগে
৫ ঘন্টা ৪৮ মিনিট আগে