শেরপুরের ঝিনাইগাতীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। ২৯ মার্চ শনিবার উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর এলাকায় স্থানীয় শিল্পপতি ‘মেসার্স জুনায়েদ পোল্ট্রি এন্ড ফিস ফিড’-এর স্বত্বাধিকারী ও আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদের ব্যক্তিগত উদ্যোগে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. জাহিদুল হক মনির, নলকুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আইয়ুব আলী, ৪নং ওয়ার্ডের সভাপতি মো. হযরত আলী, সাধারণ সম্পাদক উমর আলী, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মো. আশরাফুল ইসলাম, তারেক জিয়া প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক মো. জসিম মিয়া প্রমুখ। মো. ছালেহ আহাম্মদ বলেন, ‘দরিদ্র মানুষের জন্য এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।’
১৮ ঘন্টা ৩১ মিনিট আগে
১৮ ঘন্টা ৪২ মিনিট আগে
২০ ঘন্টা ৫০ মিনিট আগে
২৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১ দিন ১৯ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ২৬ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে