লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে জনতার হাতে আটক ১ চোরসহ ৩ আসামী কে গ্রেপ্তার।
লাখাইয়ে পুলিশের পৃথক অভিযানে জনতার হাতে আটক ১ চোরসহ ৩ আসামী কে গ্রেপ্তার।
আসামীরা হলেন রফিক মিয়া, মঈন উদ্দিন ও মনা মিয়া প্রকাশ বদর। থানা সুত্রে জানা যায় পুলিশের উপপরিদর্শক ফারুক মিয়া সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাতে স্বজনগ্রামে আঃ মোতালিবের ছেলে মঈন উদ্দিন নামে এক আসামীকে গ্রেপ্তার করে এবং পুলিশের উপপরিদর্শক আব্দুল আলীম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ শনিবার দিবাগত রাতে মকসুদ পুর গ্রামে অভিযান চালিয়ে অলি মিয়ার ছেলে রফিক মিয়া ও গুনিপুর গ্রামের সড়ক বাড়ির আরব আলী মিয়ার বাড়িতে দুইটি টমটম চার্জে দেওয়া ছিল। ১২ এপ্রিল শনিবার দিবাগত ভোর রাত আনুমানিক পোনে ৫ ঘটিকার সময় আরব আলী তার পাশের রুমে শব্দ শুনতে পায়। তখন সে ঘুম থেকে উঠে দেখে চোর বদল মিয়া তার টমটম চার্জে রাখা রুমের মধ্যে টমটমের ব্যাটারির তালা ভাঙতেছে।তখন ভয়ে আরব আলী মিয়া চিৎকার করলে স্থানীয়রা এসে চোর বদল মিয়া কে হাতে নাতে আটক করে।এ সময় দু-একজন চোর পালিয়ে যায়। এ সময় তার হাত অন্য গ্রাম থেকে চুরি করে নিয়ে আসা একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে।এবং স্থানীয়রা চোর বদল মিয়াকে পুলিশের হাতে সুপর্দ করে।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামীদের কে রোববার হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।