শ্যামনগরে স্বাড়ম্বরে বাংলা নববর্ষ পালিত
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার(১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩২ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, বাঙালির ঐতিহ্য পান্তাভাত ও চিংড়ী মাছ, মুড়ি ও খই, লাঠিখেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আদিবাসী নৃত্য, জারিগান, হাঁসধরা প্রতিযোগিতা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্তর থেকে নানান সাজে সজ্জিত হয়ে ঘোড়ার গাড়ি বহর, লাঠি খেলা সহযোগে শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের ছাতিমতলায় যেয়ে সমাপ্ত হয়।
শোভাযাত্রার নেতৃত্বদেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, পল্লী বিদ্যুৎ শ্যামনগরের ডিজিএম সনজিৎ কুমার মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল আযম মনির প্রমুখ।
ছাতিমতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সকল অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রণী খাতুন। জাতীয় সঙ্গীত, এসো হে বৈশাখ, একক ও দলীয় সঙ্গীত, নৃত্য ও অন্যান্য অনুষ্ঠান পরিবেশনা করেন শিল্পকলা একাডেমি ও বাংলালোকনাট্য ইনস্টিটিউট শ্যামনগর, আদিবাসী নৃত্য পরিবেশন করেন সুন্দরবন আদিবাসী মুন্ডা সংগঠন। জারি গান পরিবেশন করেন আবু দাউদ বয়াতি ও তার সদস্যবৃন্দ। সবশেষে উপজেলা পরিষদ পুকুরে অর্ধ শতাধিক মানুষের অংশগ্রহণে হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নববর্ষ উদ্যাপনের স্থানটি পালকি, মাটি ও বাঁশের তৈরী উপকরণ সহ অন্যান্য উপকরণ দিয়ে সাজসজ্জা করা হয়। এছাড়া সড়কে স্থাপন করা হয় নানান স্থাপনা।
সবমিলিয়ে বাংলা নববর্ষ উদ্যাপন ছিল মনোমুগ্ধকর পরিবেশ।
ছবি- শ্যামনগরে বাংলা নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা।
৬ ঘন্টা ২৬ মিনিট আগে
৬ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭ ঘন্টা ২৯ মিনিট আগে
৭ ঘন্টা ৩৬ মিনিট আগে