নন্দীগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সকালের সংযোগ নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক গ্রেফতার জয়পুরহাটে পুকুর খনন করে মাটি বিক্রির অপরাধে জরিমানা সুন্দরবনের নিরাপত্তা বিষয়ক কোস্ট গার্ডের আয়োজনে আলোচনা সভা বালু উত্তোলন বন্ধ করায় ক্ষিপ্ত সাবেক কাউন্সিলর এসিল্যান্ডকে ফ্যাসিবাদের দোসর বলে প্রত্যাহারের হুমকি শাজাহানপুরে মা'দ'কে'র অন্ধকার জগত থেকে আলোর পথে আসার জন্য শপথ মাদক সেবনকারীদের রাত ১২ টার পর থেকেই কুবি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরসিআরইউ’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়া কৃষিবিদদের চাকরিক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসনে বাকৃবিতে শিক্ষকদের কমিটি গঠন পরিক্ষার্থী ও অভিবাবকদের পাশে ছাত্রদল আশাশুনিতে অর্ধ-বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা মূল্যায়ন সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে গ্রামীণ রেস্তোরা ও ঈশিতা সুইটসে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ইউসেপ রবার্টসনগঞ্জ টেকনিক্যাল স্কুলের শিশু পরিষদ নির্বাচন অনুষ্ঠিত কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে জাহাঙ্গীরনগরের মানববন্ধন লালপুরে জমিতে ছিটানো কীটনাশকের বিষক্রিয়ায় কৃষকের মৃত্যু সদর উপজেলার বসত ঘরে দুইশত বাচ্চাসহ বিষধর সাপের ডিম বাংলাদেশে প্রথম পরিবেশ ও প্রকৃতির পাঠশালা গড়ে তুলেছেন বৃক্ষ প্রেমী মাহবুব পলাশ ভোলায় এনসিটিএফ এর নির্বাচন অনুষ্ঠিত ডোমারে সাবেক ভাইস-চেয়ারম্যান সহ গ্রেপ্তার-৪ লোহাগড়ায় বিএনপি নেতার ডান হাতের কব্জি কেটে নিলো দুর্বৃত্তরা

বালু উত্তোলন বন্ধ করায় ক্ষিপ্ত সাবেক কাউন্সিলর এসিল্যান্ডকে ফ্যাসিবাদের দোসর বলে প্রত্যাহারের হুমকি

অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করায় চারজন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জেল প্রদান করায় নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসানের উপর ক্ষেপেছেন নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম ইসরাইল।

বালু ব্যবসায়ীদের পক্ষ নিয়ে প্রভাব দেখিয়ে ছেড়ে দেয়ার তদবীরে সহকারী কমিশনার (ভুমি) সাড়া না দিয়ে জেল দেয়ায় মূলত ক্ষেপে যান সাবেক এ কাউন্সিলর। তার ফেসবুক পোস্টে লেখেন “সাত কর্মদিবসের মধ্যে ফ্যাসিবাদের দোসর দুর্নীতিগ্রস্থ বদমেজাজী নাগেশ্বরী উপজেলার এসিল্যান্ডকে প্রত্যাহার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে।” এদিকে এ ঘটনায় উপজেলা জুড়ে নানা সমালোচনার সৃষ্টি হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী নেতাদের সাথে তার বেশ কিছু ছবি এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। তাতে অনেকে মন্তব্য করছেন, ৫ আগস্টের আগে আওয়ামী লীগের নেতাদের কাছের মানুষ ইসরাইল এখন দল পাল্টিয়ে অন্যকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করছেন। চোরকে পিটিয়ে হত্যা মামলার আসামী ইসরাইল মামলা থেকে বাঁচতে সম্প্রতি একটি ইসলামিক দলে ভিড়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নাগেশ্বরী পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বাগডাঙ্গা বিলে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে একটি চক্র। অভিযোগ পেয়ে ২০ এপ্রিল বিকেল ৩টায় অভিযান চালায় নাগেশ্বরী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। এসময় ভ্রাম্যমান আদালতে বালু ব্যবসায়ী আশরাফুল আলম (৩৪), আলমগীর হোসেনকে (৩৭) তিন দিন আব্দুল লতিফ (৩৮) ও মনিরুজ্জামানকে (৪০), বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারা লঙ্ঘন অপরাধে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন। এ সময় বালু তোলার পাইপ ভেঙে দেয়া হয়।

স্থানীয়রা জানান, বালু ব্যবসায়ীদের পক্ষ নিয়ে সাবেক কাউন্সিলর ভ্রাম্যমান আদালতকে প্রভাবিত করার চেষ্টা করেন। সুযোগ না পেয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সহকারী কমিশনার (ভূমি)র বিরুদ্ধে পোস্ট করেন। পোস্টে সহকারী কমিশনারকে (ভূমি) ফ্যাসিবাদের দোসর, দুর্নীতিগ্রস্থ ও বদমেজাজী বলে উল্লেখ করে এ কর্মকর্তার অবিলম্বে প্রত্যাহারসহ বিচারের দাবিও করেন তিনি।

এদিকে ওই পোস্টের স্ক্রিনসট ব্যবহার করে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান অফিসিয়াল ফেসবুক আইডিতে লিখেছেন ‘অবৈধ বালু তোলা ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা যদি অপরাধ হয়, তবে আমাকে কালই প্রত্যাহার করুন। গরীবের জমি রক্ষায় পাশে দাঁড়ানো যদি দোষ হয়, আমাকেও দোষী মানুন। সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বললে যদি আমি বদমেজাজী হই, তবে বিচার করুন।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি পোস্ট নিয়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে লিখেছেন একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

এ বিষয়ে সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম ইসরাইল ফেসবুকে পোস্ট করার কথা স্বীকার করে বলেন, ভ্রাম্যমাণ আদালত চলাকালীন সময়ে আমি ঘটনা স্থলে গেলে এসিল্যান্ড আমাকে লাঞ্ছিত করে। বিষয়টি ডিসি, ইউএনওকে মৌখিক ভাবে অভিযোগ করি।

এ প্রসঙ্গে নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, সাবেক কাউন্সিলরকে লাঞ্ছিত করার কোন ঘটনা ঘটেনি। তিনি লাঞ্ছিত করার যে অভিযোগটি করেছেন তা বানোয়াট ও ভিত্তিহীন। কেননা তিনি ছিলেন নদী ওপারে প্রায়১৫০ মিটার দূরে। আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করি অন্য প্রান্তে। ভ্রাম্যমাণ আদালত চলার সময় বিক্ষুব্ধ জনগণ ড্রেজার ও পাইপ ভেঙে ফেলেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শংকায় আমরা চলে আসি।

Tag
আরও খবর