আওয়ামী লীগের ৭ সদস্য গ্রেফতার নারায়ণগঞ্জ থেকে
আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম জানান, ভোরে শিবু মার্কেট থেকে সাতজনকে আটক করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি ও তাদের নাম ঠিকানা ও এর সাথে আরো কারা কারা সম্পৃক্ত তা নিশ্চিত হতে কাজ করছি। তাদের কেউ রাজমিস্ত্রী কেউবা অন্য পরিচয় দিচ্ছে। রাজনৈতিক পরিচয় নেই আটকদের কারো তারা বলছে তবে একজন জানিয়েছেন তিনি আগে থেকে আওয়ামীলীগের সকল কর্মসূচিতে যেতেন। আমরা সকলের মোবাইল ও অন্যান্য তথ্য যাচাই করছি।
আটকরা হলেন, পলাতক যুবলীগ নেতা মীর সোহেলের সহযোগি আবুল, মোল্লা, জাফর, সোহাগ, উজ্জ্বল প্রমুখ।