কাশ্মীরের পহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের ঘটনায় পাকিস্তানকে পুরোপুরি দায়ী করেছে ভারত। শুধু তাই নয়, এ ঘটনায় দুদেশের মধ্যে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনা। পরিস্থিতি এমন যে, যেকোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে। ঠিক এমন পরিস্থিতিতে আগুনে ঘি ঢালার মতো মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন তিনি।
সৌরভ গাঙ্গুলির মতে, সন্ত্রাস ও খেলাধুলা একসঙ্গে চলতে পারে না। পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করে দেয়া উচিত ভারতের— এমনটাই মনে করেন ভারতের সাবেক এ অধিনায়ক।
শুক্রবার (২৫ এপ্রিল) কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হলে সৌরভকে পেহেলগাম ঘটনা নিয়ে প্রশ্ন করা হয়। পাকিস্তানের সঙ্গে ভারতের যাবতীয় সম্পর্ক ছিন্ন করা উচিত বলে সব মহল থেকে যে আওয়াজ উঠেছে, সেটি নিয়ে জানতে চাইলে সৌরভ বলেন, ১০০ ভাগ, এটা (পাকিস্তানের সম্পর্ক ছিন্ন) করা উচিত। কঠোর ব্যবস্থা নেয়া জরুরি। এটা কোনো তামাশা নয়, যে বছর বছর এমন ঘটনা ঘটে চলবে।
দুদেশের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ থাকায় আইসিসি ও এসিসি টুর্নামেন্টগুলোতে একই গ্রুপে রাখা হয় ভারত-পাকিস্তানকে। এবার সেই রীতিরও ইতি ঘটাতে বিসিসিআইয়ের তরফ থেকে আইসিসিকে চিঠি দেয়া হতে পারে বলে জানিয়েছে দেশটির একাধিক গণমাধ্যম।
যদি বিসিসিআই এমন সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি সঠিক সিদ্ধান্ত হবে বলেও মনে করেন ভারতের সাবেক এ অধিনায়ক। তিনি বলেন, বোর্ড (আইসিসিকে) চিঠি দিলে ঠিক করবে। সন্ত্রাসবাদ কখনোই মেনে নেয়া যায় না।
উল্লেখ্য, সবশেষ ২০১২-১৩ মৌসুমে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত-পাকিস্তান। এরপর থেকে শুধু বৈশ্বিক ও মহাদেশীয় টুর্নামেন্টেই মুখোমুখি হয়েছে তারা।
৬ ঘন্টা ৭ মিনিট আগে
৬ ঘন্টা ৮ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৩৮ মিনিট আগে
৪ দিন ১৫ ঘন্টা ১৫ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৩৩ মিনিট আগে
৭ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে
৮ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে