ঝালকাঠির নলছিটিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৬ এপ্রিল শনিবার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম এবং উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিচুর রহমান হেলাল খান।
সরকারি নলছিটি ডিগ্রি কলেজের সাবেক সহযোগী অধ্যাপক সামসুল আলম খান বাহারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিলন কান্তি দাস, সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মানবেন্দ্র মুখার্জি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক নাজমুল হায়দার খান বাদল, প্রভাষক মল্লিক মনিরুজ্জামান এবং শাহীন আহমেদ।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।
৪১ মিনিট আগে
৫৫ মিনিট আগে
১ ঘন্টা ১৪ মিনিট আগে