ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ আজ খান সাহেবের ৪১ তম মৃত্যু বার্ষিকী আমার দেশ পাঠক মেলার আয়োজনে নাগেশ্বরীতে মানববন্ধন কুবিতে ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের আয়োজনে নবীনবরণ সম্পন্ন লাখাইয়ের আগাপুর হরিনাকোনার কাঁচা রাস্তার বেহাল দশা, চলাচলের জনভোগান্তি। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা, বাকৃবি শিক্ষার্থীদের সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় চুনকুড়ি নদীর বেড়িবাঁধে ফাটল মারাত্মক ঝুঁকিতে বহিষ্কার হলেন শ্রীপুর থানা ছাত্রদল আহ্বায়ক সোহেল মুন্সী ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ (প্রতিবন্ধিতা), তৃতীয় লিঙ্গ, আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আশাশুনির শ্রীউলায় বেড়িবাঁধে বড় গর্ত জোয়ারের পানিতে কয়েকটি মৎস্য ঘের প্লাবিত বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কুশপুত্তলিকা দাহ, কার্যালয়ে তালা আলাপ-আলোচনার মাধ্যমে ভারত-পাকিস্তান সমস্যার সমাধান চায় বাংলাদেশ চিলমারীতে ৭ জেলের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দম্পতিদের জন্য জেন্ডার ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরের নালিতাবাড়ীতে দম্পতিদের জন্য জেন্ডার ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালপুরে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযানে জরিমানা লালপুরে ইজিবাইক হারিয়ে অঝোরে কাঁদলেন মুস্তাফিজুর রহমান। ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলনের ৫টি ড্রেজার মেশিন, ৬০টি মাচাসহ পাইপ ও অন্যান্য সরঞ্জামাদি ধ্বংস

খুবির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অটোমেশনের লক্ষ্যে মত বিনিময়

খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে সম্পূর্ণরূপে অটোমেশনের আওতায় আনতে আজ ২৭ এপ্রিল (রবিবার) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে দুপুর ১২টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এ সময় তিনি বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য অ্যাক্রেডিটেশন অর্জন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনাসহ প্রয়োজনীয় সব তথ্য একসঙ্গে সহজে পাওয়া যাবে। আমাদের বিদ্যমান রিসোর্স ব্যবহারের মাধ্যমেই এ কাজ সম্পন্ন করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা ও গবেষণার উন্নয়নে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের বিকল্প নেই। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে অটোমেশন চালুর মাধ্যমে কাজের গতি ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং সার্বিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কার্যক্রমে প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়াতে হবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে অটোমেশন কার্যক্রম সফল করতে হবে।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে অটোমেশনে আনার সম্ভাব্য পরিকল্পনা পাওয়ারপয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. শেখ আলমগীর হোসেন। পাশাপাশি অনুরূপ আরেকটি ধারণা উপস্থাপন করেন ইন্টারলিঙ্ক টেকসফ্ট লিমিটেডের পরিচালক (টেকনিক্যাল) মিঠুন মোদক।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট, পরিচালকসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা অটোমেশন কার্যক্রম বাস্তবায়নের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। উপস্থিত সকলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Tag
আরও খবর