নাটোরের লালপুরে, এই প্রতিপাদ্য নিয়ে দন্ড কোন আনন্দ নাই , আপোস করো ভাই ' লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই ' এই প্রতিপাদ্য নিয়ে লালপুরে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস ।
এ উপলক্ষে সোমবার ( ২৮ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি) আজিজুল কবির, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ।