রংপুরের পীরগাছা কলেজ সরকারি ঘোষণা হওয়ার প্রথম অধ্যক্ষ এসএম আশাদুল ইসলামের বিদায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কলেজের উপাধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনু। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে কলেজ হলরুমে কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে তাদের বিদায় ও বরণ করে নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়-বরণ উদযাপন কমিটির আহবায়ক ও বাংলা বিভাগের প্রধান এজাজুল ইসলাম।
কলেজ প্রভাষক কৌশিক ভট্টাচার্য্য ও প্রভাষক জান্নাতি মমতাজের যৌথ সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, কলেজের সাবেক অধ্যক্ষ শাহ মো. ফজলুল করিম, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মোত্তালিব হোসেন, ইসলামের ইতিহাসের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম স্বপন, প্রভাষক মনজুরুল আলম বিপু, বাংলা প্রভাষক হাশিম মিঞা, প্রভাষক মনোহর হোসেন সহ সকল শিক্ষক।
বিদায়ী অধ্যক্ষ এসএম আশাদুল ইসলাম এর আগে গাইবান্ধা সরকারি কলেজের অর্থনীতিতে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ২২ নভেম্বরে পীরগাছা সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। পরে সোমবার গাইবান্ধার ফুলছড়ি সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে বদলিজনিত কারণে তাকে বিদায় জানান পীরগাছা সরকারি কলেজের শিক্ষকবৃন্দ।