তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী’র হোস্টেল চার্জ ৭০০ টাকা বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে। শরীয়তুল্লাহ হল সংসদ ও তিতুমীর হল সংসদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শরীয়তুল্লাহ ও তিতুমীর হল সংসদের নেতৃবৃন্দ জানান, এ কর্মসূচিতে হলের সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাঁদের মতামত ও অবস্থান প্রকাশ করেছেন। শিক্ষার্থীরা মনে করেন, হোস্টেল চার্জ বৃদ্ধি অযৌক্তিক এবং এটি শিক্ষার্থীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।
এ বিষয়ে তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু) এর পক্ষ থেকে বলা হয়, "হল টাকসু সর্বদা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। শিক্ষার্থীদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করা হলে তার প্রতিবাদ জানানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও যে কোনো যৌক্তিক আন্দোলনের পক্ষে শিক্ষার্থীদের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।"
এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
১ ঘন্টা ১৬ মিনিট আগে
১ ঘন্টা ২৩ মিনিট আগে
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ ঘন্টা ৭ মিনিট আগে
২ ঘন্টা ৩৩ মিনিট আগে
২ ঘন্টা ৩৬ মিনিট আগে
২ ঘন্টা ৪১ মিনিট আগে