পাটকেলঘাটার কুমিরায় তালা উপজেলা শাখার মহিলা দলের উদ্যোগে এক বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টম্বর) সকাল ১০ টায় পাটকেলঘাটার কুমিরা স্কুল মাঠে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে তালা উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুল নেছা মিনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক তালা-কলারোয়া আসনের এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খুলনা বিভাগিয় টিম লিডার ও সাবেক এমপি নেওয়াজ হালিমা আর্লি, জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, সাবেক এমপি কাজী আলাউদ্দীন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তালা-কলারোয়-১ আসনে নির্বাচনী টিম প্রধান আবুল হাসান হাদি, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি শেখ গোলাম মোস্তফা, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাতক্ষীরা জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ছালেকা হক কেয়া, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আলতাফ হোসেনের সহধর্মিনী রেহেনা খানম প্রমুখ। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি আফরোজা আব্বাস বলেন, যুগে যুগে আমরা নারীরা কিন্তু নির্যাতিত হয়ে আসছি। এই নারীদেরকেই কিন্তু প্রথম ঘর থেকে বের করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার মহান ঘোষক, একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষনা করার পরই ঠিক ১ দিন পরেই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ঘোষনা করেন। কারণ এক হাতে তালি বাজেনা, ২টি হাতই সমান গুরত্বপূর্ণ। রাষ্ট্রের উন্নয়নে নারী ও পুরুষ তেমনই গুরুত্বপূর্ণ। আর সেজন্যই তিনি বিএনপিতে নারীদেরকে অন্তর্ভুক্ত করেছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রে প্রশাসনিক, রাজনৈতিক, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক প্রত্যেকটা জায়গায় নারীদের অন্তর্ভুক্ত নিশ্চিত করেছিলেন জিয়াউর রহমান। আজকে গার্মেন্টস শিল্প দেখেন এই শিল্পের মূল চালিকা শক্তি কিন্তু নারী। আর এর পিছনে সমস্ত অবদান শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহামনের। আর তারই সহধর্মিনী বাংলাদেশের সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদাজিয়া আমাদের নারী শিক্ষাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। প্রথমে এইচএসসি পরে ডিগ্রী পর্যন্ত নারীদেরকে ফ্রি শিক্ষা ব্যবস্থা করেছিলেন। খালেজিয়া ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি বিগত সরকারের ১৭টা বছর সমস্ত জুলুম, নির্যাতন সহ্য করে আপোষহীন ভাবে দেশে থেকে গেছেন। তিনি কিন্তু আমাদেরকে ফেলে বিদেশে পালিয়ে যাননি। তিনি সত্যিকারের মা। তিনি তার সন্তানদেরকে নিয়ে তো বিদেশে যেয়ে আরাম আয়েশে দিন কাটাতে পারতেন। তিনি যাননি। কারণ তিনি দেশকে ভালবাসেন। দেশনেত্রী খালেদা জিয়া ভিষন টোয়েন্টি-থার্টিতে নারীদের কথা বলেছিলেন। আমাদের দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বলেছেন, আপনারা শুধু নারী নন আপনারা সমাজের আলো, ঘরের আলো, পৃথিবীর আলো, নারীরা এগিয়ে আসুন দেশের দায়িত্ব নিন, সমাজের দায়িত্ব নিন, রাষ্ট্রের দায়িত্ব নিন। তিনি উপস্থিত নারীদের ২০ টাকা দিয়ে জাতীয়তাবাদী দলের সদস্য হওয়ার আহবান জানান। অনেক তীব্র গরমের মধ্যে অনুষ্ঠানটি সফল করার জন্য নারীদের ধন্যবাদ জানান। এবং আগামী নির্বাচনে তালা-কলোরোয়া আসনের বিএনপির যোগ্য প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবকে ধানের শীষে ভোট দিয়ে খালেদাজিয়া ও তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার আহŸান জানান।
১ ঘন্টা ২৭ মিনিট আগে
১ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ ঘন্টা ৬ মিনিট আগে
২ ঘন্টা ১৯ মিনিট আগে
২ ঘন্টা ৪৪ মিনিট আগে
২ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ ঘন্টা ৫২ মিনিট আগে